অফবিট

বাংলাদেশে আয়োজিত হলো গরুদের ফ্যাশন শো! র‌্যাম্পে হাঁটল গরু, তুমুল ভাইরাল ভিডিও

 

বাংলাদেশে গরু র‌্যাম্প শো! এটা শুনে অনেকেই অবাক হবেন। কিন্তু হ্যাঁ, এমনই এক ঘটনা ঘটেছে বাংলাদেশের বগুড়ায়। গতকাল শুক্রবার বিকেলে বগুড়ার টিএমএসএস বিনোদন পার্কে ‘বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলা’ উপলক্ষে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (BDFA) এই র‌্যাম্প শোর আয়োজন করে।

র‌্যাম্প শোয়ে বগুড়া ভান্ডার অ্যাগ্রো ফার্মের ১ হাজার ১০০ কেজির হলস্টাইন ফ্রিজিয়ান প্রজাতির গরু ‘ফিডো’, ৮০০ কেজি ওজনের শাহিওয়াল প্রজাতির গরু ‘টাইগার’এবং ৭৫০ কেজি ওজনের দুটি শাহিওয়াল গরু ‘টম’ ও ‘জেরি’ ছাড়াও বেশ কিছু সুদর্শন বড় আকৃতির গরু অংশগ্রহণ করে।

র‌্যাম্প শোয়ে অংশগ্রহণকারী গরুগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছিল। তাদের মাথায় ফুলের মালা, গলায় হার, লেজে রঙিন ফিতা। গরুগুলোকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। গরুগুলো খুবই শান্তভাবে র‌্যাম্পে হাঁটে। দর্শকদের মধ্যে অনেকেই তাদের মোবাইল ফোনে গরুগুলোর ছবি ও ভিডিও ধারণ করেন।

র‌্যাম্প শোয়ের প্রধান আকর্ষণ ছিল ‘ফিডো’ নামের গরুটি। এটি হলস্টাইন ফ্রিজিয়ান প্রজাতির একটি বড় আকারের গরু। এর ওজন ১ হাজার ১০০ কেজি। গরুটি খুবই সুন্দর ও স্বাস্থ্যবান। র‌্যাম্প শোয়ে ‘ফিডো’ গরুটি খুবই দক্ষতার সাথে হাঁটে।

মেলায় দুশোর উপর খামারের ২৫০টির বেশি গরু প্রদর্শিত হয়। এছাড়া মেলায় নানা জাতের পোষা প্রাণী ও পাখিও দেখা যায়। দেশের নানা প্রান্ত থেকে সেরা গরু, ছাগল, ঘোড়া, ভেড়া প্রদর্শনের জন্য এনেছেন খামারিরা।

Related Articles