অফবিটদেশ

ঘুষ না দেওয়ায় রাগে পাসপোর্ট ছিঁড়ে ফেললেন পোস্টম্যান! ভাইরাল ভিডিয়ো

UP postman allegedly tore passport of a man because he refused to pay bribe

Truth Of Bengal, Barsa Sahoo : পাসপোর্টের আবেদন সংক্রান্ত সমস্যা হলে আমরা কোথায় যাই? নিশ্চয়ই ডাকঘরে যাই। সেইমতই একজন ব্যক্তি নিজের পাসপোর্টের আবেদন সংক্রান্ত সমস্যা নিয়ে হাজির হয়েছিলেন ডাকঘরে। ডাকঘরে পৌঁছে সেই ব্যক্তি উপস্থিত পোস্টম্যানের কাছে তার সমস্যার কথা জানান এবং তা সমাধান করে দেওয়ার অনুরোধ করেন। পোস্টম্যান করতে রাজি হয়ে যান। কিন্তু, তিনি জানান একটা সর্তেই তিনি তার কাজটি করে দেবেন। তবে কী সেই কাজ? তাকে ঘুষ দিতে হবে তবেই তিনি রাজি। এদিকে টাকা দিকে নারাজ ওই ব্যক্তি। পরে টাকা দিতে রাজি না হওয়ায় রাগের বশে পাসপোর্ট ছিঁড়ে ফেলেন পোস্টম্যান। সেই ব্যক্তির বিরুদ্ধে এমনটাই অভিযোগ।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের একটি ডাকঘরে। এই ঘটনার একটি সম্পূর্ণ ভিডিয়ো ‘ঘর কে কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডলের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। পোস্ট করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি এক পোস্টম্যানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন।

বচসায় জড়িয়ে পড়া ওই ব্যক্তির অভিযোগ, তিনি নিজের পাসপোর্ট সংক্রান্ত কাজ করতে ডাকঘরে গিয়েছিলেন। কিন্তু কাজটি করে দেওয়ার বিনিময়ে তার কাছে ৫০০ টাকা ঘুষ চাওয়া হয়। ওই ব্যক্তি পোস্টম্যানকে ঘুষ দিতে রাজি না হলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। রাগের বশে পোস্টম্যান ওই ব্যক্তির পাসপোর্ট খুলে তার প্রথম পাতা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ।

ইতিমধ্যেই পোস্টম্যানের বিরুদ্ধে ওই ব্যক্তি থানায় অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে ডাকঘরের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

Related Articles