দেশের চারিদিকে কোথায় কোথায় ছড়িয়ে আছে অপরিচিত সরস্বতী মন্দির
Unknown Saraswati temples are scattered all over the country

Truth of Bengal: মৌ বসু: মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাড়ম্বরে পূজিতা হন বাগদেবী সরস্বতী। এবছর রবি ও সোমবার হবে সরস্বতী পুজো। ঘরে, মন্দিরে, বিদ্যালয়, উচ্চারিত হবে সেই চিরকালীন মন্ত্র-‘ জয় জয় দেবী চরাচর সারে’- কিন্তু এই চরাচর ঠিক কোথায় সীমায়িত? স্থলে, অন্তরীক্ষে, জলে না ভক্তের হৃদয়মন্দিরবেদীতে! গতির চাকা যতই আমাদের নব শতকের দরজায় দাঁড় করাক না কেন, দেবদেবীর আসন কিন্তু স্থান, কাল, পাত্রর সীমায় আটকে থাকে না।
আর সেখানেই হয় ‘চরাচর’ কথার আসল সত্যতা। না’হলে বামিয়ানের ‘বুদ্ধ’ থাকতেন না। জম্মুর বৈষ্ণোদেবী পূজিতা হতেন না। আবার পাক অধিকৃত কাশ্মীরে সরস্বতী মন্দির দর্শন হত না। ধর্মের বেড়াজাল ডিঙিয়ে আচার সর্বস্ব গোঁড়ামিকে উপড়ে ফেলে দেবত্ববাদ যখন মানবতার নাটমন্দিরে নেমে আসে, তখনই দেখা যায় এমন অনন্য নিদর্শন। আসুন দেখে নিই দেশের কোথায় আছে সরস্বতী মন্দির।
শৃঙ্গেরি সারদাম্বা মন্দির (কর্নাটক): তেলেঙ্গানার মতোই দক্ষিণের আরেক রাজ্য কর্নাটকেও রয়েছে সরস্বতী মন্দির। তুঙ্গভদ্রা নদীর তীরে মন্দির নগরী শৃঙ্গেরিতে রয়েছে শৃঙ্গেরি সারদাম্বা মন্দির। এই মন্দিরের দেখাশোনা করে আদি শঙ্করাচার্যর তৈরি শৃঙ্গেরিমঠ।
জ্ঞান সরস্বতী মন্দির (তেলেঙ্গানা) : জ্ঞান, প্রজ্ঞা, সঙ্গীত, শিক্ষার দেবী সরস্বতীর মন্দির রয়েছে গোদাবরী নদীর তীরে তেলেঙ্গানার বাসারে।
পানাচিক্কাডু মন্দির (কেরালা): কেরালার কোট্টায়াম জেলায় রয়েছে প্রসিদ্ধ সরস্বতী মন্দির। নাম তার পানাচিক্কাডু মন্দির।
দক্ষিণ মুকামবিকা মন্দির (কেরালা): কেরালারই এর্নাকু্লাম জেলার উত্তর পারাভুরে রয়েছে এই মন্দির।
কুত্থানুর সরস্বতী মন্দির (তামিলনাডু): দাক্ষিণাত্যের তামিলভূমের একমাত্র সরস্বতী মন্দির রয়েছে তামিলনাডুর কুম্ভকোনাম জেলার কুত্থানুর গ্রামে।
শ্রী বিদ্যা সরস্বতী মন্দির (তেলেঙ্গানা): তেলেঙ্গানা রাজ্যের আরেক প্রসিদ্ধ সরস্বতী মন্দির হল শ্রী বিদ্যা সরস্বতী মন্দির। এই মন্দির পরিচিত ওয়ারগাল সরস্বতী মন্দির নামেও।
কালেশ্বরম মহা সরস্বতী মন্দির (তেলেঙ্গানা): দক্ষিণের কাশী বলে পরিচিত তেলেঙ্গানার কালেশ্বরমে রয়েছে কালেশ্বরম মহা সরস্বতী মন্দির।