
Truth Of Bengal: মৌ বসু : বরফে ঢাকা আল্পস পাহাড়ের কোলে রয়েছে ইউরোপের শান্ত সবুজে ঢাকা দেশ সুইজারল্যান্ড। প্রকৃতি যেন নিজেকে উজাড় করে ঢেলে দিয়েছে সাজানো গোছানো সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডের স্টেশেলবার্গ (Stechelberg) থেকে মুরেন (Mürren) পর্যন্ত চালু হয়েছে বিশ্বের সবচেয়ে খাড়াই কেবল কার। এরমধ্যে SCHILTHRNBAHN 20XX প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গেছে। উপত্যকার নীচ থেকে পাহাড়ি গ্রাম মুরেনে কেবল কারে চেপে মাত্র ৪ মিনিটে পৌঁছে যাওয়া যাবে। ৭৭৫ মিটার উঁচু থেকে একেবারে খাড়া হয়ে ১১৯৪ মিটার উঁচুতে কেবল কারে চেপে পৌঁছে যাওয়া যাবে। এটি অনবদ্য নির্মাণ কাজ। দূষণ রোধে গাড়ি চলে না মুরেন গ্রামে।
১৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই কেবল কার পরিষেবা। ২টি কেবল কার তৈরি করেছে অস্ট্রিয়ার সংস্থা কার্ভাটেক। একেকটা ট্রিপে ৮৫ জন যাত্রী বা ৬.৮ টন মাল বহনে সক্ষম কেবল কার। ঘণ্টায় ৮০০ জন যাত্রীকে বহন করতে সক্ষম। ১১ মিটার দীর্ঘ সাসপেনশন আর্ম ২ প্রান্তে রয়েছে।
এই কেবল কার পরিষেবায় ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক অটোনমাস রোপওয়ে অপারেশন সিস্টেম। চালকবিহীন আটকোণা বিশিষ্ট ২টি কেবল কার চলছে ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে। স্বয়ংক্রিয় রোবট গোটা ব্যবস্থা পরিচালনা করে। মাত্র ৪ মিনিটে গন্তব্য পৌঁছোতে পৌঁছোতে আল্পস পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারা যাবে। সুইজারল্যান্ডের এই কেবল কারের খাড়াই হল ১৫৯%। আগে নরওয়ের লোয়েন স্কাইলিফটের দখলে ছিল বিশ্বের সবচেয়ে বেশি খাড়াই কেবল কারের খেতাব। সেটির খাড়াইয়ের পরিমাণ ছিল ১৩৩%। কেবল কার পরিষেবার পাশাপাশি সুইজারল্যান্ডের মুরেন থেকে বার্গ পর্যন্ত চালু হয়েছে প্রথম ফানিফোর কেবল কার পরিষেবা।