অফবিট

স্পা মালিককে রাস্তায় ফেলে মারধর মহিলা কর্মীর, জয়পুরের ঘটনায় তোলপাড় সমাজ মাধ্যম

Spa owner beaten up by female employee, Jaipur incident sparks uproar on social media

Truth Of Bengal: বুধবার রাতে চাঞ্চল্যকর একটি ঘটনায়, জয়পুরের রাস্তায় এক পা মালিককে নির্মমভাবে আক্রমণ করলেন একজন নারী কর্মী। অভিযোগ করা হচ্ছে, ১৮০০০ টাকার জন্য এই হামলার ঘটনাটি ঘটেছে। রাত এগারোটার দিকে মাউন্টেন থাই স্পার বাইরে গুরু নানক পুরা, রাজা পার্ক এলাকায় ঘটনাটি ঘটেছে। পথচারীরা এই ঘটনাটি ক্যামেরাবন্দী করেন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, পাম মালিক কে ওই নারী কর্মী চুল ধরে টেনে হয়েছে মারধর করছেন। মালিক যন্ত্রণায় চিৎকার করছিলেন এবং সাহায্য চাইছিলেন।

জানা গেছে, ওই নারী কর্মী তা মালিকের কাছে আঠারো হাজার টাকা দাবি করেছিলেন। এটাই প্রথমবার নয়, এর আগেও মাত্র তিন দিন না আগে অভিযুক্ত নারী কর্মী পা মালিককে আক্রমণ করেছিলেন। তবে তখন পুলিশ ঘটনাস্থলে আসলেও তেমন পদক্ষেপ গ্রহণ করেনি। প্রথমবারের আক্রমণের পর কঠোর ব্যবস্থা না নেওয়ায় ফের এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

Related Articles