চেয়ারের নিচে কিছু একটা নড়ছে, লক্ষ করতেই কালো রঙের বিষধর সাপ, ভাইরাল হল তেমন ভিডিও
Something is moving under the chair, a black colored poisonous snake is noticed, such a video has gone viral

Truth Of Bengal : সদ্য মাত্র পেরিয়েছে বড়দিন। যে দিন গোটা বিশ্ব জুড়ে পালিত হয়েছে এই দিন। আর এই বড় দিনেই ঘটে গেল এক অবাক করা কাণ্ড। বড়দিনের আনন্দে মেতে উঠেছিলেন দম্পতি। তাদের নিজেদের বাচ্চাকে আদরে ভরিয়ে দিচ্ছিলেন দম্পতি। বাচ্চাকে শুয়ে রাখার জন্য তারা এক বিশেষ ধরনের চেয়ারে ব্যবস্থা করেছিলেন তাঁরা। আর সেই চেয়ারের নিচেই দেখা গেল কালো রঙের একটা কিছু নড়ছে। তাদের সন্দেহ হতেই সাপ উদ্ধারকারী একজনের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। আর তারপরেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে সাপ উদ্ধার করে সাপুরে। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অবাক করে দেওয়ার মতোই ঘটনা।
View this post on Instagram
এই ভিডিওটি পোস্ট হয়েছে ইন্সটাগ্রাম থেকে। ‘স্নেকহান্টারঅস’ নামক এক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিও। আর এই ভিডিও পোস্ট করেন খোদ সাপ উদ্ধারকারী ব্যক্তি। তিনি এই ভিডিও পোস্ট করে জানিয়েছেন বড় দিনের দিন অস্ট্রেলিয়ার মেলবোর্ন এলাকার এক দম্পতি তাঁকে ফোন করে যোগাযোগ করে। সাপ উদ্ধারকারির সঙ্গে যোগাযোগ করার পর ১৫ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যান সে। তার পরেই গিয়ে দেখেন ওই দম্পতির সন্তান যে চেয়ারে শোয়ানো আছে সেখানে কুণ্ডলী পাকিয়ে বসে আছে কালো রঙের একটি সাপ।
ওই সাপটি আসলে টাইগার স্নেক। অস্ট্রেলিয়ায় প্রায় দেখা যায় এই ধরনের সাপ। মাঝে মাঝে ফনাও তুলছিল সাপটি। সাপটিকে বাগে আনতে বেশ কসরত করতে হয় সাপ উদ্ধারকারী ওই ব্যক্তিকে। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে সেই সাপ।