অফবিট

নিয়োগ নিয়ে অভিযোগ করে বিতর্কে প্রযুক্তিবিদ, ভাইরাল নিয়োগকারীর পালটা জবাব

Social media is stunned by the response of the technologist, the recruiter complaining about the recruitment

Truth of Bengal: সাম্প্রতিক সময়ে দুই ভারতীয় প্রযুক্তি পেশাদার, রবি ঠাকুর ও প্রতম গ্রোভার, সোশ্যাল মিডিয়ায় তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ঘটনাটি শুরু হয় যখন রবি ঠাকুর ‘এক্স’-এ একটি পোস্ট দিয়ে অভিযোগ করেন, তিনি একটি স্টার্টআপে চাকরির জন্য আবেদন করলেও তার কোনো উত্তর পাননি।

রবি ঠাকুর লেখেন, “আপনি যদি হায়ারিং করছেন, আর আবেদনকারীদের ইমেইলের উত্তর না দেন, তাহলে সেটা একটা প্রতারণা!”

এরপর প্রতম গ্রোভার পাল্টা জবাবে জানান, রবি ইন্টারভিউতে পাশ করতে পারেননি এবং ব্যাকগ্রাউন্ড চেকেও সমস্যায় পড়েছেন। তিনি ঠাকুরের আগের কিছু সোশ্যাল মিডিয়া পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন:

“হাই রবি, আপনি ইন্টারভিউতে ফেল করেছেন, ব্যাকগ্রাউন্ড চেকে সমস্যা ছিল, এবং নারীবিদ্বেষী মনোভাবও দেখা গেছে। একজন ভালো মানুষ হিসেবেও আপনি ফেল। ধন্যবাদ, রিক্রুটমেন্ট টিম।”

গ্রোভার যে স্ক্রিনশট শেয়ার করেন, তাতে দেখা যায় রবি এক নারীর শিক্ষাজনিত সমস্যার জবাবে মজা করে লিখেছেন, “বিয়ে করে সংসার দেখো।” আরেকটি পোস্টে রবি রিক্রুটারদের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন এবং একটি ইমেইলের স্ক্রিনশট দিয়ে লিখেছেন, “মাঝেমধ্যে বাজে হওয়াটাই ভালো লাগে।”

এই ঘটনাটি নিয়ে ইন্টারনেটে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ রবি ঠাকুরের হতাশা বুঝতে পেরেছেন, আবার কেউ তার আগের মন্তব্যের জন্য তাকে দোষারোপ করেছেন।

একজন ব্যবহারকারী লেখেন, “সরাসরি আঘাত করলেন! ইনবক্সে ঢোকার সাহস হবে না এখন।” আরেকজন বলেন, “ইন্টারভিউ না পাস করা লোকের ব্যাকগ্রাউন্ড চেক করেন? বাজেট কীভাবে সামলান?”

তবে কেউ কেউ উদ্বেগও প্রকাশ করেছেন। একজন মন্তব্য করেন, “সোশ্যাল মিডিয়ার পুরনো পোস্ট যদি ব্যাকগ্রাউন্ড চেকের অংশ হয়, তাহলে সেটা বেশ চিন্তার বিষয়।”

Related Articles