অফবিট

ট্রেনে বসেই গাঁজায় টান! আরপিএফ এসে যা করল….ভাইরাল ভিডিও

Smoking marijuana while sitting on the train! What the RPF did....viral video

Truth Of Bengal: এক যুবক ট্রেনের মধ্যে গাঁজা সেবন করার জন্য যাত্রীদের অসন্তোষের সৃষ্টি করেছেন। ‘ঘর কে কেলেশ’ নামের একটি এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্ট থেকে এই ঘটনার একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায়, যাত্রীরা রেলওয়ে পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছেন যে, ওই যুবক তার সিটে বসে গাঁজা সেবন করছিলেন এবং এতে কোচের মধ্যে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছিল, যা অন্যান্য যাত্রীদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে।

ভিডিওতে এক যাত্রী আরপিএফ অফিসারকে জানাচ্ছিলেন যে, ওই যুবক ট্রেনের সিটে বসে গাঁজা সেবন করছিলেন এবং এর ফলে বিশেষত নারী ও শিশুদের জন্য সমস্যা তৈরি হচ্ছিল। তারা যুবককে বলেছিল, ধূমপান বন্ধ করতে বা ট্রেন থেকে নামার পর এটি করতে, কিন্তু যুবক তাদের অনুরোধ উপেক্ষা করে ধূমপান করতে থাকেন। যাত্রীরা তখন পুলিশকে খবর দেন। এক যাত্রী বলছিলেন, “আমরা অনেকবার তাকে বলেছি, কিন্তু সে শোনেনি। আমরা বলেছি ট্রেন থেকে নামার পর ধূমপান করুক, কিন্তু সে তা করতে চায়নি।”

আরপিএফের প্রতিক্রিয়া

যাত্রীরা পুলিশকে জানানোর পর আরপিএফ অফিসার ঘটনাস্থলে এসে যুবককে শাস্তি দেন। ভিডিওতে দেখা যায়, অফিসার যুবকের চুল ধরে তাকে এক চড় মারেন। যুবককে গাঁজা সেবনের কথা বলা হলে তিনি তা অস্বীকার করেন এবং বলেন, “না, স্যার, আমি কিছু খাইনি।” এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি এবং যুবকের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায়নি।

Related Articles