অফবিটদেশ

ব্রিটিশদের থেকে দেশে ফিরল শিবাজীর ‘বাঘ নখ’! কবে, কোথায়, কিভাবে দেখবেন এই ঐতিহাসিক নিদর্শন

'Shivaji's tiger claws' returned home from the British. When, where, how to see this historical monument

The Truth Of Bengal :  মুঘল সেনাপতি আফজল খাঁয়ের সঙ্গে ছত্রপতি শিবাজীর যুদ্ধের কাহিনী কারো কাছেই অজানা নয়। এই যুদ্ধতে ছত্রপতি শিবাজী একটি বিশেষ বাঘ নখ দিয়ে হত্যা করেছিলেন আফজল খাঁকে। কিন্তু সেই বিশেষ বাঘ নখ আজ কোথায় জানেন? বাঘ নখটি বর্তমানে রয়েছে লন্ডনের ভিক্টোরিয়া এন্ড অ্যালবার্ট সংগ্রহশালায়। কিন্তু, মহারাষ্ট্রের সংস্কৃতিমন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার জানিয়েছেন, ” মারাঠি যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজীর ব্যবহৃত বাঘের নখ বুধবার লন্ডনের একটি জাদুঘর থেকে মুম্বাইতে আনা হয়েছে। তবে পশ্চিম মহারাষ্ট্রের সাঁতারার ছত্রপতি শিবাজী মিউজিয়ামে তা নিয়ে যাওয়া হবে। আগামী শুক্রবার থেকেই শিবাজীর বাঘ নখ সাধারণ মানুষের সামনে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। সাত মাস এটি জাদুঘরে থাকবে।”

রাজ্যের আবগারি মন্ত্রী শম্ভুরাজ দেশাই মঙ্গলবার জানিয়েছিলেন, লন্ডন থেকে বাঘ নখটি আনার সময়  বুলেটপ্রুফ কভারে সেটি রাখা হয়েছিল। জেলার ছত্রপতি শিবাজী সংগ্রহালয়ের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখেছিলেন তিনি। এই মিউজিয়ামে আগামী সাত মাস রাখা যাবে শিবাজীর বাঘনখ। লন্ডনের ভিক্টোরিয়া এন্ড অ্যালবার্ট মিউজিয়ামের সঙ্গে চুক্তি অনুযায়ী তিন বছরের জন্য এটি মহারাষ্ট্রে প্রদর্শিত হবে।

একটি জনপ্রিয় সংবাদ সংস্থা সূত্র খবর গত বছরের অক্টোবরে মহারাষ্ট্র সরকারের সঙ্গে লন্ডনের ভিক্টোরিয়া এন্ড অ্যালবার্ট সংগ্রহশালায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। মুঙ্গান্তিওয়ার জানিয়েছেন, “এ বছর আমরা ছত্রপতি শিবাজির রাজ্যাভিষেকের ৩৫০ বছর পূর্তি পালন করছি। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। যে বাঘ নখ দিয়ে শিবাজি মহারাজ মুঘল সেনাপতিকে হত্যা করেছিলেন, সেই বাঘ নখটি আমরা সর্বসাধারণকে দেখার সুযোগ করে দিতে চাই। তাই এটিকে সংগ্রহশালায় রাখা হবে।” পরবর্তীকালে মন্ত্রী আরো জানিয়েছিলেন এটি পালা করে প্রত্যেক জেলায় জেলায় প্রদর্শনের ব্যবস্থা করা হবে। কিন্তু সেই সমঝোতা শাহরুখের কিছু বাধ্যবাধকতার জন্য আপাতত তা সম্ভব হবে না। তাই আপাতত সাতারার শিবাজী সংগ্রহশালাতেই বিশেষ বাঘ নখটি রাখা হচ্ছে।

প্রসঙ্গত, ভারতের অগণিত মানুষের কাছে ঐতিহাসিক তাৎপর্য বহন করে এই বিশেষ বাঘ নখ। শিবাজি 1659 সালে বিজাপুর সালতানাতের সেনাপতি আফজাল খানকে হত্যা করার জন্য ‘বাঘ নখ’ ব্যবহার করেছিলেন। ঐতিহাসিক বিবরণ অনুসারে, মারাঠা শাসক বর্তমান মহারাষ্ট্রের সাতারা জেলার প্রতাপগড় দুর্গের পাদদেশে আফজাল খানকে হত্যা করেছিলেন। প্রতাপগড়ের যুদ্ধে মারাঠারা খানের নেতৃত্বে আদিলশাহী বাহিনীকে পরাজিত করে। এই হত্যাকাণ্ডটি ছিল ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট কারণ এটি শিবাজিকে মারাঠা সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠায় সহায়তা করেছিল।

সম্প্রতি, ইতিহাসবিদ ইন্দ্রজিৎ সাওয়ান্ত দাবি করেছিলেন যে লন্ডন থেকে আনা ‘বাঘ নখ’ শিবাজির নয়। সাওয়ান্ত দাবি করেছিলেন যে শিবাজির ব্যবহৃত আসল ‘বাঘ নখ’ সাতারায় তাঁর বংশধরদের কাছে ছিল। তবে মহারাষ্ট্র সরকার এ ধরনের দাবি প্রত্যাখ্যান করেছে।

Related Articles