অফবিট

জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত টয় ট্রেনের সামনে সেলফি! কি হল শেষ পরিণতি? দেখুন ভিডিও

Selfie in front of the moving toy train at the risk of life! What is the end result? Watch the video

Truth Of Bengal: Saif Khan: বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় সেলফি তুলে পোস্ট করতে চান না এমন মানুষ মেলা ভার। অনেকেরই ইচ্ছে থাকে সেলফি বা ভিডিও তৈরি করে অনলাইনে পোস্ট করার। তবে এই কাজটি করার ক্ষেত্রে সদা সতর্ক থাকাই শ্রেয়। কখনো কখনো সামান্য ছবি তোলার মত একটি কাজও একজনের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। এমনই একটি ঘটনা ঘটেছে দার্জিলিঙে। জানা যায়, দার্জিলিঙে চলন্ত টয় ট্রেনের সামনে দাঁড়িয়ে ছবি তোলার সময় এমনই এক ঘটনা ঘটেছিল।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, সনু সিং নামে এক ব্যক্তি রেললাইনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন এবং পিছন থেকে একটি ট্রেন আসছে। তাকে লাইনের উপর দাঁড়িয়ে থাকতে দেখে হর্ন বাজায় টয় ট্রেনটি। তবুও ওই ব্যক্তি অবিচলিত থাকেন এবং ছবি তুলতে থাকে। পিছনে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির স্ত্রী চিৎকার করে তাকে সরে যেতে বললেও তিনি কর্ণপাত না করে ছবি তোলায় ব্যস্ত থাকেন। সেই সময় অন্য এক ব্যক্তি সনুকে ধাক্কা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই ভিডিওটি এখনো পর্যন্ত ৩.৬ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। এছাড়াও পোস্টটিতে অসংখ্য লাইক ও কমেন্ট ও পড়েছে।

একজন ব্যবহারকারী লিখেছেন, রিল নিতে গিয়ে জীবন নষ্ট হয়ে গেল।

অপর এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন, এত বোকা মানুষ কোথা থেকে আসে?

কেউ আবার বলেছেন, জিরো সারভাইভাল ইনস্টিংক্টস।

প্রসঙ্গত, এর আগে এক তেলেগু ব্যক্তি বন্দে ভারত এক্সপ্রেস এ সেলফি তুলতে গিয়েছিলেন এবং এক্সপ্রেসটি রওনা হওয়ার আগে স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনের ভিতরে আটকা পড়েন ওই ব্যক্তি। পরে টিকিট কালেক্টর গিয়ে দেখেন একজন ব্যক্তি বিভ্রান্তের মতো দরজা খোলার চেষ্টা করছে। কারণ জানতে চাওয়ায় তিনি বলেন ছবি তোলার জন্য তিনি এই ট্রেনে চেপেছিলেন, কিন্তু ট্রেন থেকে নামার আগে স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যাওয়ায় তিনি ভিতরে আটকা পড়ে যান। সেই ভিডিওতে দেখা গিয়েছিল ট্রেন থেকে নামার উপায় খুজতে গিয়ে এদিক-ওদিক বিভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন ওই ব্যক্তি।

Related Articles