স্কুটিতে মিলবে টিএফটি ডিসপ্লে, নয়া মডেলের স্কুটি আনল সুজুকি
Scooters will get TFT display, Suzuki launches new model scooter

Truth Of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে বাইক ও স্কুটার প্রস্তুতকারক সংস্থা সুজুকি মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বাজারে আনল তাদের জনপ্রিয় স্কুটি Suzuki Access 125-এর 2025 মডেল ৷ বাইকের মতো এই স্কুটিতেও রয়েছে টিএফটি ডিসপ্লে। এই নতুন ভ্যারিয়েন্টটি আগের টপ-স্পেক ভার্সন, রাইড কানেক্টের ওপরে রয়েছে ।
নয়া মডেলের দাম রাখা হয়েছে ১.০২ লাখ টাকা (এক্স-শোরুম)। নতুন মডেলে টিএফটি ডিসপ্লেটি টপ-স্পেক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এটির দাম আগের টপ-স্পেক ভ্যারিয়েন্টের তুলনায় ৬,৮০০ টাকা বেশি। নীলের পাশাপাশি সুজুকি অ্যাক্সেস স্কুটি ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু, হোয়াইট এবং মিন্ট গ্রিনের মতো রঙে পাওয়া যাবে।
নতুন 2025 মডেলের ইঞ্জিনের ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হয়নি ৷ 2025 সুজুকি অ্যাক্সেস 125-এ 124 সিসি, 4-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে । এই ইঞ্জিনটি 6,500 আরপিএম-এ 8.2 বিএইচপি শক্তি এবং 5,000 আরপিএম-এ 10.2 এনএম টর্ক উৎপন্ন করতে পারে।