দিনে মাত্র ১০ মিনিট অনলাইন এ কাজ ! তাতেই মহিলার আয় ৬৪ লক্ষ ?
Only 10 minutes a day work online! The woman's income is 64 lakhs?

The truth of bengal: খবরের শিরোনামে এবার এক মার্কিন মহিলা। নাম তার র্যাচেল জিমেনেজ। তবে মহিলার বার্ষিক আয় শুনলে অবাক হবেন আপনিও ! তাও মাত্র দিনে ৫-১০ মিনিট কাজ করে ! আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনছেন। র্যাচেলের একটি অনলাইন স্টোর রয়েছে যার নাম ‘এটসি স্টোর’। এই অনলাইন স্টোরর মাধ্যমে মূলত প্রিন্টেবেল্স বিক্রি করেন তিনি। প্রিন্টেবেল এমন একটি জিনিস যা অনলাইন থেকে ডাউনলোড করে আপনি প্রিন্ট করিয়ে নিতে পারেন। সেটি হতে পারে কোনও ছবি বা অন্যকিছুও। ২০১৯ সালে এই স্টোরের পথচলা শুরু হয়েছিল।
র্যাচেল জানিয়েছেন, ২০২৩ সালে এই স্টোরে ব্যবসার মাধ্যমে তার বার্ষিক আয় হয় ৭৭,০০০ মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যার মূল্য ৬৪ লক্ষ টাকা। এছাড়া, গত বছর অনলাইনে একটি কোর্সেরও সূচনা করেছিলেন র্যাচেল। কোর্সটির নাম ছিল ” Optimize Your Life Academy “। এই কোর্সের মাধ্যমেই তার আয় হয় প্রায় ১২,২৫০ মার্কিন ডলার। তবে, শুধুমাত্র এসটি স্টোরেই সীমাবদ্ধ নেই র্যাচেল। ‘মানি হ্যাকিং মামা’ নামক একটি ব্লগও চালান তিনি। এই ব্লগের মূল উদ্দেশ্য হল যেসব মহিলারা নিজেদের মনে থাকা বিভিন্ন ইচ্ছা পরিস্থিতির চাপে পূরণ করতে পারেনি, তাদের সেই সাহস জোগানো।
বর্তমানে অবশ্য র্যাচেলের নিউজলেটারের সাবস্ক্রিপশনের সংখ্যা প্রায় ৮ হাজার ছাড়িয়েছে। এমনকি ইনস্টাগ্রামেও তার ফলোয়ার্স সংখ্যা ৩ হাজার পার করে গিয়েছে। সব মিলিয়ে, র্যাচেলের এই অফবিট চিন্তা যে নেটিজেনদের মন কেড়েছে, তা বলাবাহুল্য।