অফবিট

মহিলাদের অন্তর্বাস পরে ভরা বাজারে! যুবকের কীর্তি দেখে অবাক নেটিজেনরা

man wearing bra at panipat bazar locals thrash him went viral

Truth Of Bengal: এই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে মানুষ কী না করে! তবে, এ যেন একেবারেই অপ্রত্যাশিত। মহিলাদের অন্তর্বাস পরে ভরা বাজারে ঘুরছেন যুবক। শুধু ঘুরছেন তাই নয়, বানাচ্ছেন রিলও। এই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মেয়েদের অন্তর্বাস পরে বাজারে বেরিয়ে পড়েছেন এক যুবক। তাকে ওভাবে দেখেই তেড়ে আসেন মানুষজন। বেশকিছু ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। স্থানীয় দোকানদারদের অভিযোগ, হঠাৎই অশ্লীল বেশে বাজারে ঢুকে রিল বানাতে থাকেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপাত ইনসার বাজার এলাকায়।

স্থানীয়রা আরও জানান, তাকে এভাবে বাজারে দেখে স্বাভাবিকভাবেই অপ্রস্তুতে পড়ে যান মহিলারা। প্রথমে ওই যুবককে ভালভাবেই বোঝানোর চেষ্টা করা হয়। তবে, তর্ক করতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বচসা হাতাহাতিতে গড়ায়।

এই ভিডিও দেখে নেটপাড়া বিরক্ত। একজন লিখছেন, ‘সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হতে এমন অশ্লীল আচরণ মানা যায় না’!  কেউ বা বিরক্ত প্রকাশ করে লিখছেন, ‘এমন সব উদ্ভট কাজ মানুষ করে কী করে!’

Related Articles