অফবিট

যেন জলরঙে আঁকা কোনও ছবির অ্যালবাম! বাংলায় অফবিট ডেস্টিনেশনের নতুন খোঁজ

mahaldiram amazing tourist spot in north bengal

Truth Of Bengal: সমীক্ষা বলছে দিনদিন পাহাড়প্রেমিদের মধ্যে অফবিট লোকেশনে যাওয়ার ইচ্ছা বাড়ছে। দৈনন্দিন জীবনে আমরা পাহাড়ি অঞ্চল বলতে যা বুঝি তার বাইরে গিয়ে চাহিদা বাড়ছে অফবিট ট্যুরিস্ট স্পট এক্সপ্লোর করার ইচ্ছা। আর তেমনই একটি অফবিট ডেস্টিনেশনের সন্ধানই দেব আজ আপনাদের। সিটং থেকে মাত্র সাত কিলোমিটার দূরেই রয়েছে একটি গ্রাম। প্রকৃতির কোলে বেড়ে ওঠা গ্রামটির নাম মহলদিরাম। আকাশ পুরোপুরি পরিস্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার চূড়াও দেখা যায় এই মহলদিরাম থেকে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন জলরঙে আঁকা কোন ছবির অ্যালবাম।

পাশাপাশি, প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের মধ্যেই বেড়ে ওঠে অর্গানিক সবজিও। চারিদিকে বন জঙ্গল দ্বারা আবৃত এই স্থানেই আপনি দেখতে পাবেন মেঘ আর পাহাড়ের এক অপরূপ মেলবন্ধন। এবার প্রশ্ন হল আপনি এখানে যাবেন কী করে ? নিউ জলপাইগুড়ি স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে মহলদিরামের দূরত্ব ৬২ কিমি। এছাড়া  কার্শিয়াং থেকে মাত্র ১২ কিমি দূরত্বে অবস্থিত। আপনি নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে গাড়ি বুকিং করেই যেতে পারবেন।

এছাড়া, এখানে থাকা-খাওয়ার সু-বন্দোবস্তও রয়েছে। রয়েছে একাধিক হোমস্টে। ১৫০০ থেকে ২০০০ টাকা মাথাপিছু খরচে এখানে থাকার বন্দোবস্তও রয়েছে। তাহলে আর দেরি কীসের ? চটপট ব্যাগ গুছিয়ে নিন আর ঘুরে আসুন মহলদিরাম থেকে।

Related Articles