
The Truth of Bengal,Mou Basu: আমরা প্রত্যেকেই কায়মনোবাক্যে কামনা করি সুখ-সম্পদ-সৌভাগ্য-মঙ্গলের দাত্রী মা লক্ষ্মী যেন আমাদের দৈনন্দিন জীবনে, মনের ঘরে বসত করেন। ঐশ্বর্য, শ্রী আর সৌন্দর্যের প্রতীক হলেন লক্ষ্মীদেবী।
নিষ্টাভরে পুজো করুন। মনের ভক্তিই আসল।
সংসারে যাতে অর্থ, সমৃদ্ধি, সম্পদের কোনো কষ্ট না থাকে বাস্তুশাস্ত্র অনুযায়ী কীভাবে মালক্ষ্মীর আরাধনা করবেন—
• নাড়ু, নারকেলের তৈরি মিষ্টির পাশাপাশি সম্ভব হলে নিজের হাতে পায়েস বানিয়ে মালক্ষ্মীকে অর্পণ করুন।
• ৫টি প্রদীপে ঘি দিয়ে মালক্ষ্মীর সামনে জ্বালান।
• মালক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম। তাই পদ্মফুল দিন দেবীকে।
• বাড়িতে লক্ষ্মীগণেশ খোদাই করা রূপোর কয়েন থাকলে তাও পুজো করুন।
• মালক্ষ্মী পরিষ্কারপরিচ্ছন্নতা পছন্দ করেন। তাই পুজোর সময় পরিষ্কার জামাকাপড় পরবেন।লাল, হলুদ বা সাদা পরুন। কালো রঙের পোশাক পরবেন না।
• পুজো যেখানে হবে সেখানে আল্পনা দেবেন।
• বাড়িঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। অপ্রয়োজনীয় জিনিসপত্র জমিয়ে রাখবেন না। প্রতিটি ঘরে জিনিসপত্র গুছিয়ে রাখবেন। অগোছালো রাখবেন না। দরজা, জানলা পরিষ্কার, পরিচ্ছন্ন রাখবেন।
• বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণপশ্চিম দিককে সম্পদ, সমৃদ্ধির দিক বলে মনে করা হয়। তাই গয়নাগাটি, টাকাপয়সা, গুরুত্বপূর্ণ অর্থ সংক্রান্ত নথিপত্র দক্ষিণপশ্চিম দিকে আলমারিতে রাখুন। মনে রাখবেন আলমারির মুখ যেন খোলা হয় উত্তর ও উত্তরপূর্ব অথবা পূর্ব দিকে। কোনো ভাবেই যেন আলমারির দরজা দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে না খোলে তাহলে প্রবল আর্থিক সঙ্কট ও ব্যয়বাহুল্য দেখা দিতে পারে।
• বাড়ির মূল দরজা যেন শক্তপোক্ত হয়। দরজার তালাচাবি যেন ঠিকঠাক থাকে। দরজায় যেন কোনো ফাটল বা চিড় না থাকে। ভাঙাচোরা দরজা পাল্টে ফেলুন।
• ঘরের উত্তরপূর্ব কোণে অ্যাকুয়ারিয়াম বা ছোট্ট ঝরনা রাখা শুভ বলে মানা হয়। এতে অর্থ আর ইতিবাচক শক্তি সব সময় বহমান থাকে। তবে মনে রাখবেন ঝরনার জল যাতে সব সময় বহমান থাকে। জল জমে থাকলে, অপরিষ্কার জল হলে আর্থিক সঙ্কট আসতে পারে।
• বাড়ির উত্তরপূর্ব বা দক্ষিণপূর্ব দিকে জলাধার করবেন না। তাহলে বাড়ির সদস্যদের মানসিক চাপ, শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে।
• জলের পাইপলাইনে কোনো ছিদ্র থাকলে বা কল থেকে টপটপ করে জল পড়তে থাকলে অবিলম্বে তা সারিয়ে ফেলুন। ব্যয়বাহুল্য, আর্থিক সঙ্কট বাড়বে।
• বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণপশ্চিম দিকে শৌচাগার বা বাথরুম থাকলে আর্থিক সঙ্কট, আর্থিক ক্ষতি, শারীরিক অসুস্থতা আর ঘুমের ব্যাঘাত ঘটে।
Free Access