
The Truth Of Bengal: শীতের আমেজে মন চায় কোথাও গিয়ে পিকনিক করে আসতে বা কয়েকদিনের ছুটিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে।তাই শীত পড়তে পড়তেই চলুন ঘুরে আসি বাঁকুড়ার ঝিলিমিলি থেকে। যেখানে গেলে আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
সবুজে ঘেরা জঙ্গল এলাকা। চারিদিকে তাকালে কেবলই দেখতে পাবেন জঙ্গলে মোড়া রয়েছে এই অঞ্চল। আর জঙ্গলের ভিতর দিয়ে এক পা এক পা করে হেঁটে গেলে শুনতে পাবেন নানা অজানা পাখির কলতান । কলকাতা থেকে ঝিলিমিলির দূরত্ব মাত্র ২৩৯.৯কিমি। শীতের মরশুমে অনেকেই এখানে আসেন পিকনিক করতে। এখানে গেলে আপনি সুতান লেকে ধার বরাবর ঘুরে বেড়াতে পারবেন আবার নৌকো করে ঘুরে নিতে পারবেন গোটা হ্রদ।
বর্ষা কালে এই হ্রদের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। দেখতে পাবেন তালবেড়িয়া বাঁধ। ঝিলিমিলি থেকে দূরত্ব মাত্র ৪ কিমি। এই বাঁধ থেকে চারপাশের প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখলে আপনার মন প্রাণ একেবারে ভরে যাবে। এখানে গাছ গাছালীর তলায় বসে একটু জুড়িয়েও নিতে পারবেন। আবার একটু গিয়েই দেখতে পাবেন দুয়ারসিনি যেখানে রয়েছে শাল, শিমুল, পলাশ, পিয়াল গাছের জঙ্গল।
এই এলাকার পাশ দিয়ে আঁকাবাঁকা ভাবে বয়ে চলে গিয়েছে সাতগুরুং নদী। ঝিলিমিলি জঙ্গল জুড়ে হাতিদের যাওয়ার জন্য একটি সুনির্দিষ্ট পথও রয়েছে। আর ১ মাস পরেই জানুয়ারি মাস। এই সময় এই জঙ্গলে পালিত হয় টুসু উৎসব। আবার মকর সংক্রান্তির দিনে সাঁওতালিদের মেলাও বসে এখানে।
ভাবছেন তো এত সুন্দর জায়গা আপনি কিভাবে যাবেন। ঝিলিমিলি যেতে হলে আপনাকে প্রথমে ট্রেনে করে পৌঁছতে হবে বাঁকুড়া। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান এই জঙ্গল ঘেরা অঞ্চলে। এছাড়াও সড়ক পথে যেতে হলে ডানকুনি, আরামবাগ, বিস্নুপুর হয়েও যাওয়া যায়। ঝিলিমিলিতে থাকার জন্য পেয়ে যাবেন রিমলি ইকো ট্যুরিজম সেন্টার। যদিও রিমলি তে থাকার জায়গা না পান তাহলে বাঁকুড়া তে পেয়ে যাবেন বহু হোটেল সেখানে থেকেও কয়েকদিনের জন্য ঘুরে নিতে পারেন ঝিলিমিলি।
Free Access