
The Truth Of Bengal, মৌ বসুঃ খাতায় কলমে বয়স মাত্র ১৬। কিন্তু এই এতটুকু বয়সেই ইতিহাস গড়েছেন কামিয়া কার্তিকেয়ন। ভারতের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। গোটা বিশ্বের মধ্যে তিনি দ্বিতীয় কনিষ্ঠ পর্বতারোহী যিনি সবচেয়ে কম বয়সে মাউন্ট এভারেস্ট জয়ের নজির গড়েছেন।
View this post on Instagram
কামিয়া মুম্বইয়ের নেভি চিল্ডরেন স্কুলের দ্বাদশ শ্রেণিতে পড়েন। ছোট থেকেই পাহাড়ে চড়ার নেশা কামিয়ার। বাবা কমান্ডার এস কার্তিকেয়ন নৌবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক। বাবার থেকেই কামিয়া পাহাড়ে চড়ার নেশা পেয়েছেন। এবারও বাবার সঙ্গেই এভারেস্ট জয় করেছেন কামিয়া। নেপালের দিক থেকে এভারেস্টে চড়েন তাঁরা। ৬ এপ্রিল শুরু হয় অভিযান। ২০ মে বাপ-বেটি জুটি শৃঙ্গ জয় করেন।
View this post on Instagram
৮৮৪৯ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট ছাড়াও আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জেরো (৫৮৯৫ মিটার), ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস (৫৬৪২ মিটার) ও অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কোসিউসজকো (২২২৮ মিটার) জয় করেছেন কামিয়া। তাঁর লক্ষ্য সেভেন সামিট চ্যালেঞ্জ জয় করা। তিনি সফল ভাবে ৬ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন। শৃঙ্গ জয়ের কৃতিত্বের জন্য ২০২১ সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছেন কামিয়া। নৌবাহিনীর তরফে কামিয়ার শৃঙ্গ জয়ের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে।