অফবিট

আইফোনই প্রাণ বাঁচালো হৃদরোগে আক্রান্ত মহিলার

iPhone saved the life of a woman suffering from heart attack

Truth Of Bengal: অ্যাপলের আইফোন এর আগেও বহু ক্ষেত্রে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে। এবারও আইফোনই প্রাণ বাঁচালো হৃদরোগে আক্রান্ত এক মহিলার। সারা আদায়ের নামে আমেরিকার এক মহিলার জীবন ফিরে পাওয়ার ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে।

কী জানা গেছে?

সারা নামের ওই মহিলা, তাঁর বাবা ও বোন, ৩ জনই বিরল জিনঘটিত অসুখ Loeys-Dietz syndrome এ ভুগছিলেন। এতে টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। সারা নিয়মিত হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাতেন ও নিয়মমাফিক নানান রকম শারীরিক পরীক্ষা করাতেন। তবে বিপদের কোনো সংকেত আগেভাগে মেলেনি।

২০২৪ সালের ২২ জুলাই সারা ২ সন্তানকে নিয়ে খেলাধুলো ও পুল পার্টি করছিলেন। আচমকাই তাঁর বুকে ব্যথা শুরু হয়। নিজের স্বামীকে শারীরিক অসুস্থতার কথা বলেন সারা। ৯১১ এমারজেন্সি নম্বরে ফোন করেন। কিন্তু কথা বলতে বলতেই মেঝেতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান সারা। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরীক্ষা করে দেখা যায় সারা হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

কিন্তু চিকিৎসক নিশ্চিত হতে পারছিলেন না। নিজের আইফোনে পয়েন্ট অফ কেয়ার আল্ট্রা সাউন্ড জুড়ে সারার পরীক্ষা করেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক। পয়েন্ট অফ কেয়ার আল্ট্রা সাউন্ড হল একটি পোর্টেবল আল্ট্রা সাউন্ড সিস্টেম।

পরীক্ষায় দেখা যায় সারার প্রধান ধমনী aorta তে ছিদ্র তৈরি হয়েছে। সি টি স্ক্যান করানো হয় সারার। তড়িঘড়ি তাঁর প্রাণ বাঁচাতে ওপেন হার্ট সার্জারি করা হয়। জটিল অস্ত্রোপচার হয়। এমনকি, অস্ত্রোপচার চলার সময় স্ট্রোকও।হয়। তবে শেষ পর্যন্ত প্রাণে বাঁচেন সারা।

Related Articles