ছুটি পেতে কীভাবে দুর্ঘটনার নকল দাগ মেকাপ করবেন? ভিডিও বানিয়ে বিতর্কে মেকাপ আর্টিস্ট
Influencer's "Fake Scars For Sick Leave" Video Is Viral, Sparks Debate

Truth Of Bengal: কাজ থেকে ছুটি পেতে মেকাপের মাধ্যমে নকল দুর্ঘটনার ক্ষতচিহ্ন! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই কর্মকাণ্ড করেছেন প্রীতম জুজার কোঠাওয়ালা নামে একজন মেকআপ আর্টিস্ট। সম্প্রতি তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কীভাবে দুর্ঘটনার ক্ষতচিহ্ন মেকাপের মাধ্যমে ফুটিয়ে তোলা যায়। আর তা এখন কার্যত ভাইরাল নেট দুনিয়ায়।
কী রয়েছে ভিডিওতে ? ভিডিও প্রথমে তিনি দেখিয়েছেন, কীভাবে দুর্ঘটনার নকল করার জন্য মুখের মধ্যে মেকাপ করতে হবে। আর দ্বিতীয় ভিডিওতে দেখিয়েছেন,কাজে যোগদান করার সময় কীভাবে দাগগুলি পুনরায় তৈরি করবেন। আর সেই ভিডিওর ক্যাপশনে লেখা,’ আইটির পরিচারকরা দয়া করে এই ভিডিও এড়িয়ে যাবেন। এটি বানানো হয়েছে মজা করার জন্য। কেউ গুরুত্ব সহকারে নেবেন না।‘ আর এই দুই ভিডিও কার্যত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
এই ভিডিও দেখা মাত্রই সরব হয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন,’ এটা মজার নয়। এই ভিডিও কর্মক্ষেত্রে অসততাকে উৎসাহিত করে।‘ কেউ আবার লেখেন,’ দুঃখিত কিন্তু মজার নয়। এটা খুবই অনৈতিক। এটি কর্মচারী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে বিভেদ তৈরি করবে।‘ একথায় বলা যায়, কোঠাওয়ালার এই ভিডিও দেখে কর্মক্ষেত্রে অসততা প্রচারের অভিযোগ তুলেছেন অধিকাংশ নেটিজেনরা।