অফবিট

ক্লিনিকের কর্মচারীর সাথে অশালীন আচরণ! ডাক্তারকে সপাটে থাপ্পড় পরিবারের!

Indecent behavior with clinic staff

Truth Of Bengal : ভুল চিকিৎসার কারনে হোক বা অন্য কোন কারনে ডাক্তারদের নানান কারনে বহুবার সাধারন মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়। কিন্তু এবার এইরকমই একটি ঘটনার স্বাক্ষি থাকল সোশ্যাল মিডিয়া। কিন্তু কী ঘটল এবার?

সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন ক্ষুব্ধ মহিলা এক ডাক্তারকে বেধড়ক মারধর করছেন। একটি স্থানীয় ক্লিনিকে এমন ঘটনা ঘটায়  স্বাভাবিকভাবেই মানুষের মনে বিতর্কের সঞ্চার ঘটেছে। তবে এখনও পর্যন্ত ঘটনার সঠিক অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়নি।

এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিয়োর ক্যাপশনে লেখা রয়েছে, “একজন ডাক্তারকে মারধরের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, ক্লিনিকে কর্মরত একজন মহিলা কর্মচারীর সাথে অশালীন আচরণের কারণে ভুক্তভোগীর পরিবার ডাক্তারকে মারধর করেছে।”

যে ফুটেজটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে, এক ডাক্তারকে বারবার থাপ্পড় মারছে একজন মহিলা। ওই মহিলা হলেন ভুক্তভোগীর পরিবারের সদস্য। ক্লিনিকে কর্মরত এক মহিলা কর্মচারীর সঙ্গে অশালীন আচরণের জেরে চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে।

এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর থেকে অনেকে ওই ডাক্তারকে মারধরের জন্য মহিলাকে তুলোধোনা করেছেন। তবে বেশ কয়েকজন আবার ডাক্তারের এরুপ আচরণের জন্য তীব্র সমালোচনা করেছেন। একজন এক্স হ্যান্ডেল ব্যবহারকারী লিখেছেন, “তাঁদের আগে পুলিশকে জানানো উচিত। মেয়েরা নিজেদের সুবিধার জন্য কিংবা ব্যক্তিগত ক্ষোভ প্রকাসের জন্য অনেকসময় এরুপ ঘটনা ঘটিয়ে অন্যকে দোষারোপ করে।”

 

Related Articles