
Truth Of Bengal: চাকরির জন্য অনেক জায়গায় আবেদন করেছেন? কল লেটারও হাতে এসেছে। ইন্টারভিউয়ে ডাক পাওয়ার পর নিন মানসিক প্রস্তুতি! চাকরির ইন্টারভিউয়ে যাওয়ার আগে মনে রাখবেন আপনার যোগ্যতা যাচাইয়ের জন্য ডাকা হয়েছে।
যে পদের জন্য আপনি আবেদন করেছেন তার জন্য আপনি উপযুক্ত কিনা তাই যাচাই করা হবে। তাই ইন্টারভিউতে বসার আগে সংস্থার যাবতীয় কাজকর্ম সম্পর্কে জেনে নিন। সব সংস্থার ওয়েবপেজ আছে। নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য তৈরি থাকুন। ইন্টারভিউয়ে যাওয়ার আগে সব প্রয়োজনীয় নথিপত্র আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি গুছিয়ে রাখুন। আবেদনপত্রর কপি সঙ্গে রাখবেন। নোটবুক ও পেন সঙ্গে রাখুন।
ইন্টারভিউ যেখানে নেওয়া হচ্ছে সেখানে আগেভাগে পৌঁছে যান। ফর্মাল পোশাক পরুন। খুব রঙিন, চকচকে, ফ্যাশনেবল, ঢিলেঢালা পোশাক পরবেন না। সম্মতি নিয়ে ইন্টারভিউ বোর্ডের মুখোমুখি হন রিল্যাক্স মুডে। প্রথমেই কুশল বিনিময় করুন। বসার অনুমতি পেলে তবে বসুন। গোমড়া মুখে নয় হাবভাবে সাবলীল ভাব বজায় রাখুন। প্রশ্ন মন দিয়ে শুনে উত্তর দিন। যে পদের জন্য ইন্টারভিউ সে সম্পর্কে জানতে চাইলে প্রশ্ন করুন। সব শেষে সকলের সঙ্গে করমর্দন করুন বা ধন্যবাদ জানিয়ে ঘর থেকে বেরোনোর অনুমতি নিন।