সিগারেট দিয়ে পোশাক! নেটদুনিয়ায় ঝড় তুললেন মহিলা
Female Reel Creator Wears Quirky Dress Made Using More Than 100 Cigarettes

Truth Of Bengal: ফ্যাশনেও আছেন, বিতর্কেও আছেন। হরেক রকমের পোশাক পরে মাঝেমাঝেই শিরোনামে উঠে আসেন মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। আর এবার সিগারেট দিয়ে বানানো পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ‘গুড়িয়া’ নামে এক মহিলা। বর্তমানে তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। সেইজন্য ভিডিও তৈরির জন্য পরলেন সিগারেট দিয়ে তৈরি পোশাক। ইতিমধ্যেই গুড়িয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সেখানে দেখা গিয়েছে, ওই মহিলা সিগারেট দিয়ে বানানো এক পোশাক পরে নাচ করছেন। সেইসঙ্গে তিনি পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে পরেছেন সোনার কানের দুল, নেকলেস এবং চুড়ি। নাচের পরেই ওই মহিলা জানান, ‘ আমি অনেক পরিশ্রম করে নিজের হাতে এই পোশাকটি বানিয়েছি। কোনও মেশিন ব্যবহার করে নয়, নিজের হাতে এটি তৈরি করেছি। প্রতিটি সারিতে ১০ টিরও বেশি সিগারেট আছে। আর পুরো পোশাকটি তৈরি করতে ১০০ টিরও বেশি সিগারেট লেগেছে। ভিডিওটি পছন্দ করুন।‘
গুড়িয়ার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন,’ দিদি একটা সিগারেট দাও। আমার এখন ধূমপান করতে ইচ্ছে করছে।‘ বলা যায়, এই ভিডিও বেশ জনপ্রিয় হয়েছে নেটিজেনদের কাছে।