অফবিট

স্বাধীন হলেও নেই কোন সেনাবাহিনী জানেন কোথায় এই দেশ?

Even though this country is independent, does it not have an army? Do you know where this country is?

Truth Of Bengal: না, সমরাস্ত্রে সজ্জিত হয়ে কুচকাওয়াজও করে না আবার বন্দুকের নলের সামনে নয় গোলাপের তোড়া হাতে প্রিয়তমাকে অভিবাদনও জানায় না। এই বিশ্বে রয়েছে এমন সব দেশ যারা স্বাধীন অথচ নেই কোনো সেনাবাহিনী।

১) যেমন, ইউরোপের দেশ আইসল্যান্ড। ১৮৬৯ সাল থেকে এদেশে নেই কোনো সেনাবাহিনী। ন্যাটো গোষ্ঠীর সক্রিয় সদস্য দেশ আইসল্যান্ডের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ক্রাইসিস রেসপন্স ইউনিট।

চিত্র : সংগৃহীত

২) দ্বীপরাষ্ট্র মরিসাসে সেনাবাহিনী না থাকলেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কমিশনারের নেতৃত্বে রয়েছে সক্রিয় পুলিশ বাহিনী।

চিত্র : সংগৃহীত

৩) ১৯৪৯ সাল থেকে কোস্টারিকাতে নেই কোনো সেনাবাহিনী। বদলে সেই অর্থ দেশের মানুষের উন্নয়নে কাজে লাগানো হয়। কোস্টারিকাই প্রথম দেশ যারা এমন উদ্যোগ নিয়েছে।

চিত্র : সংগৃহীত

৪) ভ্যাটিকান সিটিতে নেই নিজস্ব কোনো সেনাবাহিনী। বাইরে থেকে সুরক্ষার দায়িত্বে রয়েছে ইতালির সেনারা। তবে খ্রিস্টান ধর্মগুরু পোপের নিরাপত্তার দায়িত্বে রয়েছে পন্টিফিশিয়াল সুইশ গার্ড।

চিত্র : সংগৃহীত

৫) ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সেন্ট লুসিয়ায় নেই কোনো সেনাবাহিনী। রয়্যাল সেন্ট লুসিয়া পুলিশ ফোর্স রয়েছে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে।

চিত্র : সংগৃহীত

৬) ১৯৮১ সাল থেকে ডোমিনিকায় নেই কোনো সেনাবাহিনী। কমনওয়েলথ অফ ডোমিনিকা পুলিশ বাহিনী রয়েছে নিরাপত্তার দায়িত্বে।

চিত্র : সংগৃহীত

৭) ১৯৪৬ সাল থেকে সলোমন দ্বীপে নেই কোনো সেনাবাহিনী।

চিত্র : সংগৃহীত

৮) ক্যাপ্টেন জেমস কুকের নামে নামাঙ্কিত কুকস আইল্যান্ড স্বাধীন দেশ। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থিত এই দ্বীপরাষ্ট্রর নিরাপত্তা দেখে নিউজিল্যান্ড। তবে সেটাও যদি দ্বীপরাষ্ট্রর প্রশাসন চায় তো।

চিত্র : সংগৃহীত

৯) দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থিত তাহিতি দ্বীপের কাছাকাছি ফ্রেঞ্চ পলিনিশিয়া দ্বীপে নেই কোনো সেনাবাহিনী। সীমান্ত পাহারা দেয় ফরাসি সেনা।

চিত্র : সংগৃহীত

১০) বিশ্বের সবচেয়ে বড়ো দ্বীপ হল গ্রিনল্যান্ড। আমেরিকার অন্তর্ভুক্ত হলেও প্রশাসন চালায় ডেনমার্ক সরকার। নেই কোনো সেনাবাহিনী।

চিত্র : সংগৃহীত

১১) ১৪৯৮ সালে গ্রেনাডা দ্বীপ আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত এই দ্বীপে নেই কোনো সেনাবাহিনী। নিরাপত্তার দায়িত্বে রয়েছে রয়্যাল গ্রেনাডা পুলিশ বাহিনী।

চিত্র : সংগৃহীত

Related Articles