অফবিট
Trending

গোটা পৃথিবীর চেয়ে ৭ বছর পিছিয়ে ইথিওপিয়া, কেন জানেন?

The Truth Of Bengal Desk, Mou Basu: আফ্রিকার দেশ ইথিওপিয়া। অনেকেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশে বেড়াতে যান। কারণ, প্রাকৃতিক সম্পদ, বন্যপ্রাণ, সাংস্কৃতিক ঐতিহ্য, সব মিলিয়ে ইথিওপিয়া একদম পারফেক্ট ট্রাভেল ডেসটিনেশন। কিন্তু একটা বিষয় আফ্রিকার এই দেশ সত্যি গোটা বিশ্বের চেয়ে পিছিয়ে আছে। একেবারে ৭ বছর পিছিয়ে রয়েছে।

কী কারণে পিছিয়ে আছে ইথিওপিয়া?

গোটা বিশ্বে ১২ মাস বিশিষ্ট গ্রেগারিয়ান ক্যালেন্ডার ব্যবহার করা হয়। কিন্তু আফ্রিকার দেশ ইথিওপিয়া নিজস্ব ক্যালেন্ডার অনুসরণ করে। সেই ইথিওপিয়ান ক্যালেন্ডার ১৩ মাসের। গ্রেগারিয়ান ক্যালেন্ডারের চেয়ে ৭ বছর পিছিয়ে রয়েছে। ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর নতুন শতাব্দী বা ২০০০ সালকে স্বাগত জানায় আফ্রিকার দেশ ইথিওপিয়া। অর্থাৎ এখন ২০২৪ সালে ইথিওপিয়ার নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী ২০১৭ সাল চলছে। মনে করা হয়, প্রাচীন কপটিক ক্যালেন্ডার সিস্টেম থেকে এসেছে ১৩ মাসের ইথিওপিয়ান ক্যালেন্ডার। ৬ বছর ছাড়া ছাড়া হয় লিপ ইয়ার। ইথিওপিয়ার কৃষি মরসুম, ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সব নিজস্ব ক্যালেন্ডার মেনে হয়।

Related Articles