বিশ্বের সবচেয়ে প্রাচীন গির্জা রয়েছে কোথায়, জানেন?
Do you know where the oldest church in the world is?

Truth Of Bengal: মৌ বসু: বড়দিন আসন্ন। এসময় শুধু খ্রিশ্চানরা নয় সব ধর্মের মানুষই অনেক সময় গির্জায় যান। বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন সব গির্জা। উপাসনালয়ের পাশাপাশি স্থাপত্যর দিক থেকেও সে সব গির্জার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
১) তুরস্কের রাজধানী ইস্তানম্বুলে রয়েছে হাজিয়া সোফিয়া গির্জা। হাজার বছর আগে নির্মিত এই বিশেষ গির্জা আজ পরিণত হয়েছে মিউজিয়ামে। আনুমানিক খ্রিস্টাব্দ ৫৩২-৫৩৭ সালে বাইজেন্টাইন শাসক প্রথম জাস্টিনিয়ানের আমলে নির্মিত হয় এই গির্জা। প্রথমে এটি ক্যাথিড্রাল ছিল। সময়ের সঙ্গে সঙ্গে এর রূপ বদলে গেছে। প্রতিদিন প্রায় ১০ হাজার দর্শক আসেন এটি দর্শন করতে।
২) আর্মেনিয়ার ভাগারশাপাতে রয়েছে প্রাচীন এৎচমিয়াদজিন ক্যাথিড্রাল। আনুমানিক খ্রিস্টাব্দ ৪৮৩ সালে নির্মিত এই ক্যাথিড্রাল আর্মেনিয়ার তথা বিশ্বের সবচেয়ে পুরোনো ক্যাথিড্রাল। এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত।
৩) ইতালির মিলানে রয়েছে রোমান ক্যাথলিক চার্চ ব্যাসিলিকা অফ সান লোরেনজো। এটি মিলানের ফ্লোরেন্সের
সবচেয়ে পুরোনো স্থাপত্য। আনুমানিক খ্রিস্টাব্দ ৩৬৪ সালে নির্মিত। এটি বিশ্বের সবচেয়ে বৃহৎ গোলাকার গির্জা। ইতালীয় রেনেসাঁ যুগের স্থাপত্য দেখা যায়। ইতালির স্থপতি ব্রুনেলেস্কি এই বিশেষ স্থাপত্যের নির্মাণ করেন। ফ্লোরেন্সের এক সময়ের রাজপরিবার মেডিসি পরিবারের সদস্যদের মৃত্যুর পর সমাধি দেওয়া হয় এই গির্জার ব্যক্তিগত কক্ষে।
৪) জার্মানির ট্রিয়ারে রয়েছে সে’দেশের সবচেয়ে পুরোনো ক্যাথিড্রাল। এটিতে রয়েছে বহু প্রাচীন রেলিকের নিদর্শন। ক্রুশবিদ্ধ হওয়ার সময় প্রভু যীশু যে পোশাক পরেছিলেন সেই সিমলেস রোব অফ জিসাস রয়েছে এখানে।
৫) গোটা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় গির্জা হল ভ্যাটিকান সিটিতে অবস্থিত সেন্ট পিটারস ব্যাসিলিকা। আনুমানিক খ্রিস্টাব্দ ৩২৬-৩৬০ সালে নির্মিত এই প্রাচীন গির্জা। সারা বছর সারা পৃথিবীর রোমান ক্যাথলিকরা আসেন এই গির্জায়। এটি বিশ্বের সবচেয়ে বৃহৎ ক্যাথলিক গির্জা ও বিশ্বের অন্যতম প্রাচীন গির্জা। এই গির্জায় মাইকেলঅ্যাঞ্জেলো, পিয়েত্তার অসাধারণ শিল্পকর্ম দেখা যায়। ১৬ শতকের পর পুরনো গির্জার নতুন করে নির্মাণ করা হয়।
৬) ইজরায়েলে প্রভু যীশুর জন্মস্থানে রয়েছে চার্চ অফ নেটিভিটি। আনুমানিক খ্রিস্টাব্দ ৩২৭ সালে নির্মিত। বেথলেহেমের এই বিশেষ গির্জা প্রথমে তৈরি করেন বাইজেন্টাইন শাসক প্রথম কনস্টান্টাইন। পরে সেটি ধ্বংস হয়ে গেলে আংশিকভাবে তা ফের একবার পুনর্নির্মাণ করেন আরেক বাইজেন্টাইন শাসক।