অফবিট

অফিসে সহকর্মীর সঙ্গে কোন কোন বিষয় আলোচনা করা ‘নৈব নৈব চ’

Discussing certain topics with colleagues in the office is 'naive naive cha'

Truth Of Bengal: চাকরিজীবী মানুষের দ্বিতীয় বাড়ি হল অফিস। অফিসে দিনের বেশিরভাগ সময়টা কাটে। অনেক ক্ষেত্রেই বিশেষ কয়েকজন সহকর্মী পরম বন্ধু, সুহৃদ হয়ে ওঠে। জীবনের সব রকমের ওঠাপড়ায় সেই সব সহকর্মীদের পাশে পাওয়া যায়। কিন্তু সব সময় সকল সহকর্মীদেরই একই রকম বন্ধু ভাববেন না। অনেক সময়ই আমরা আমাদের পছন্দ অপছন্দ, নানান বিষয় নিয়ে সহকর্মীদের সঙ্গে অফিসে খোলামেলা আলোচনা করি। অফিসে আমাদের দিনের অধিকাংশ সময় কাটে বলে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা জরুরি। কিন্তু জানেন কি অফিসে কাজের জায়গায় সহকর্মীদের সঙ্গে কোন কোন বিষয় আলোচনা একেবারেই করা অনুচিত?

১) ব্যক্তিগত জীবন ও আর্থিক বিষয়, সম্পত্তির বিষয় নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা একেবারে করবেন না। অফিসে সকলেই অর্থের জন্য কাজ করতে এসেছেন মনে রাখবেন। তাই আপনার মাইনে, আর্থিক ঋণ, বিনিয়োগ সংক্রান্ত বিষয় সহকর্মীদের সঙ্গে আলোচনা করবেন না। অনেক সময় এসব তথ্য সহকর্মীদের মনে ঈর্ষা, রেষারেষি বাড়িয়ে তোলে।

২) অফিসে অনেকেই পরনিন্দা পরচর্চা করেন। কারোর আড়ালে বস বা কোনো সহকর্মী সম্পর্কে কটু মন্তব্য করবেন না। অনেক ক্ষেত্রে সেটাই আপনার জন্য বুমেরাং হয়ে আসতে পারে। আপনার অজান্তেই আপনি বিশ্বাস করে যে সহকর্মীর কাছে এসব গোপন কথা বলেছেন সে আরও তাতে রঙ চড়িয়ে বাড়তি কথা যোগ করে আপনার সম্পর্কে আজেবাজে কথা অন্যদের কাছে বলতে পারে। তাতে অন্যদের মনে আপনার সম্পর্কে বিশ্বাস টাল খেতে পারে।

৩) আপনার কোনো অসুখ থাকলে সে বিষয় অফিসে সবার সঙ্গে আলোচনা করবেন না। আপনার হয়ত মনে হবে এতে ভবিষ্যতে আপনাকে অন্যরা সাহায্য করবে কিন্তু তা নাও হতে পারে। আপনাকে হয়ত ভবিষ্যতে এমন সব প্রশ্ন করা হল আপনার অসুস্থতা নিয়ে যাতে আপনি অনভিপ্রেত পরিস্থিতিতে পড়লেন।

৪) অফিসে কখনো ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ ও ধর্মীয় বিশ্বাসের কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। এতে অন্যদের সঙ্গে আপনার অযথা রেষারেষি তৈরি হয়।

৫) নিজের ভবিষ্যতের কাজের পরিকল্পনা ও লক্ষ্য কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। অনেক সহকর্মীর মনে এনিয়ে ঈর্ষা জন্মাতে পারে। তাঁরা হয়ত ইচ্ছে করে আপনাকে বিপদে ফেলতে মিসগাইড করতে পারে।