অফবিট

“ডেভিল সানরাইজ”: আকাশে আগুনের শিং! উত্তরের আকাশে বিরল সূর্যোদয়ে মুগ্ধ বিশ্ব

"Devil Sunrise": Horns of fire in the sky! The world is fascinated by the rare sunrise in the northern sky

Truth of Bengal: ২০২৫ সালের ৪ এপ্রিল সকালে যারা সূর্য ওঠার অপেক্ষায় ছিলেন, তারা যেন এক রূপকথার দৃশ্যের সাক্ষী হলেন। সূর্য উঠল, কিন্তু সাধারণ নয় – তার মাথায় যেন দুটো শিং! বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এই বিস্ময়কর দৃশ্য দেখতে পান, যার নাম দেওয়া হয়েছে “ডেভিল সানরাইজ”।

এই দৃশ্য দেখা গেছে উত্তর আমেরিকা, ইউরোপ সহ অনেক দেশ থেকে। কোথাও আগুনে লাল, কোথাও কমলা আভায় সূর্য উঠেছে এমন এক ভঙ্গিতে, যেন কোনো রহস্যময় চরিত্র আকাশে উদয় হয়েছে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ ড. এমিলি কার্টার বলেন, “সূর্যোদয়ের সময় পাতলা মেঘ বা বাতাসে কণাগুলোর মাধ্যমে সূর্যের আলো বাঁক খেয়ে এমন ভ্রম তৈরি করেছে। সূর্যের নিচু কোণও এই চিত্রে সাহায্য করেছে।”

এটি সূর্যগ্রহণ নয়, তবে আংশিক সূর্যগ্রহণের সময় যে “সোলার হর্নস” দেখা যায়, তার মতোই দেখাচ্ছিল। তবে এ ঘটনাটি একেবারেই হঠাৎ ঘটেছে, কোনো পূর্বাভাস ছাড়াই।

সোশ্যাল মিডিয়া যেন এই “শয়তানের সূর্যোদয়” নিয়ে ঝড়ে পরিণত হয়। কেউ লিখেছেন, “এই রকম সূর্য উঠলে প্রাচীন যুগে মানুষ নিশ্চয়ই বলি দিত!” আরেকজন লিখেছেন, “ডেভিলের অ্যালার্ম বাজলো আজ ভোরে!”

লন্ডনে এক ব্যবহারকারী একে বললেন, “স্বপ্নের মতো, আবার ভয়ংকরও।” মেইনে একজন ফটোগ্রাফার এই মুহূর্তটি ক্যামেরায় ধরে বলেন, “জীবনে একবার এমন দেখা যায়।”

অসলো থেকে কিছু শিক্ষার্থী লাইভস্ট্রিম করে এই দৃশ্য দেখান। কুইবেকে হিম শীতল ভোরে সূর্যদেবের এই অদ্ভুত রূপ যেন নাটকের মতো লেগেছে। কেউ কেউ এই দৃশ্যকে আধ্যাত্মিক অর্থেও দেখছেন।

এই রকম এক সকাল যেন প্রকৃতির পক্ষ থেকে আমাদের জন্য পাঠানো এক রঙিন, রহস্যে মোড়া চিঠি – যার ভাষা সবাই বোঝে না, কিন্তু দেখে মুগ্ধ হয়।