হবি নাকি টিকটিকি পোষা! যুগলের কীর্তি দেখে অবাক নেটপাড়া
delhi couple treats pet lizard like family

Truth Of Bengal: একেক জনের এক একরকমের হবি থাকে। কারও ভাল লাগে অবসর সময় আঁকাআঁকি করতে। কারও আবার পছন্দ গান করা, শেখা কেউ আবার সময় কাটাতে ভালবাসেন নিজের পোষ্যর সঙ্গে। তবে, দিল্লি এনসিআর-এর এই যুগলের হবি একেবারে অন্যরকম।
জোয়া রহমান ও তাঁর স্বামীর হবি হল টিকটিকি পোষা! হ্যাঁ, ঠিকই শুনছেন। সেই টিকটিকিকে দেখতে আবার কোমোডো ড্রাগনের মতো। ঠিক যেমন নিজের প্রিয় পোষ্যদের গলায় দড়ি লাগিয়ে ঘুরতে বেরোন অনেকে, জোয়া তাঁর প্রিয় টিকটিকিকে ঘোরাতে নিয়ে যান। ভালবেসে তার নাম জোয়া রেখেছেন সুলতানা।
Not A Dog Or Cat, This Delhi Couple Treats Their Pet Lizard Like Family#PetLizard #Delhi #Viral https://t.co/vRytksX39l
— News18 (@CNNnews18) December 16, 2024
সংবাদমাধ্যমকে জোয়া জানিয়েছেন, এই ইগুয়ানা টিকটিকি তিনি মেক্সিকো থেকে কিনেছিলেন, প্রায় সাত বছর আগে। তিনি আরও জানান, ইগুয়ানা টিকটিকির পিছনে বেশি টাকা খরচ করতে হয় না। তবে, এই টিকটিকির জন্য কোনও ভেটেরিনারি ট্রিটমেন্ট এখনও নেই ভারতে। কোনও সমস্যা দেখা দিলে তাই মেক্সিকোর ভেটেরিনারির সঙ্গে অনলাইনে কথা বলেন জোয়া।
জোয়ার কথায়, সুলতানা বিষাক্ত নয়। গরমকালে অত্যন্ত সক্রিয় থাকে সে। তবে, শীতের মরশুমে কিছুটা অলস হয়ে পড়ে সুলতানা। কোনওরকম ঝক্কি পোহাতে হয় না তার জন্য। শুধু ফলমূল –সবজি খায় সে। প্রায় পাঁচ ফুট লম্বা এবং ৫ থেকে ৬ কিলো ওজন তার।