পথকুকুরকে নির্মম অত্যাচার, ভিডিয়ো ভাইরাল হতেই তদন্ত শুরু
Cruel torture of stray dogs, investigation started as soon as the video went viral

Truth Of Bengal: সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি বিরক্তিকর ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি পথকুকুরকে মাটিতে আছড়ে ফেলার আগে হিংস্রভাবে তাকে হাতে ধরে ঘোরাচ্ছে।
जनपद बदायूं के थाना इस्लामनगर क्षेत्र गांव सकतपुर के ही कुलदीप कुमार पुत्र राजेंद्र सिंह ने जानवर कुत्ते को बुरी तरह से पीटा और कुत्ते को बुरी तरह से घुमाया कुत्ता हुआ बेहोश दबंग ने जानवर की कि दुर्दशा. कृपया मुकदमा लिखने का कष्ट करें। @PetaIndia@budaunpolice @Uppolice @dgpup… pic.twitter.com/KdehAWpjwv
— Vikendra Sharma (@vikendrabudaun) September 25, 2024
২১ সেপ্টেম্বরে প্রকাশিত এই ভিডিয়োতে দেখতে পাওয়া ওই অভিযুক্ত ব্যক্তি নাম কুলদীপ কুমার। তিনি বদায়ুনের ইসলামনগর এলাকার সাকেতপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ইনস্টাগ্রাম রিল বানানোর জন্য হাত দিয়ে একটি পথকুকুরের পিছনের দুই পা ধরে নির্দয়ভাবে ঘোরাচ্ছে কুলদীপ কুমার নামের ওই ব্যক্তি।
ভাইরাল হওয়া এই ভিডিয়ো ক্লিপ প্রসঙ্গে বদায়ুন পুলিশ জানিয়েছে, তারা ইতিমধ্যেই ইসলামনগর থানাকে ঘটনাটির পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
उक्त प्रकरण के सम्बन्ध में थाना प्रभारी इस्लामनगर को जाँच व आवश्यक कार्यवाही हेतु निर्देशित किया गया है।
— Budaun Police (@budaunpolice) September 21, 2024