অফবিট

বিড়ালের সাহায্য করতে এগিয়ে এলো কাক, ভাইরাল ভিডিয়ো

Crow comes to the rescue of a cat, viral video

Truth Of Bengal : ছোট্ট বিড়াল রাস্তা পার হচ্ছিল। রাস্তা পারাপারের জন্য তাকে উঠতে হয়েছিল বিশাল উঁচু এক পাঁচিলে। আর সেই পাঁচিল থেকে কিভাবে লাফ দেবে সে, তাই সেই ছোট্ট বিড়াল বুঝতে পারছিল না। আর সেই সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল এক কাক। ছোট সেই বিড়ালের কান্ড দেখে আর স্থির থাকতে পারলো না সেই কাক। পিছন থেকেই ধাক্কা দিল সেই বিড়ালটিকে। ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল।

ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে তারকাটা দেওয়া একটি পাঁচিলের নিচে রয়েছে একটি বিড়াল, আর আরেকটি বিড়াল সেই বিড়ালকে দেখে নিচে নামার চেষ্টা করছে পাঁচিল থেকে। কিন্তু পাঁচিলের উচ্চতা অনেকটা হওয়ায়  সেই খুদে বিড়াল ভয় পাচ্ছে নামতে। তার প্রাণ যেন ভয়ে শুকিয়ে যাচ্ছে। সঠিক সে সময় বিড়ালের সাহায্য করতে উড়ে এলো এক কাক।

ওই বিড়াল যে বেড়া থেকে নামতে চেয়েছিল তা আগেই বুঝতে পেরেছিল কাকটি তাই তাকে সাহায্য করার জন্যই পিছন থেকে ধাক্কা মারে সেই কাক। কাকের  সাহায্য পেয়ে রাস্তায় নেমে পড়ে বিড়ালটি  তারপর একটু নিজেকে সামলে নিয়ে সে পথ চলতে শুরু করে। এই ভিডিও যে খুবই মিষ্টি তা দেখেই বোঝা যাচ্ছে। ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে পড়েছে বহু লাইক এবং কমেন্ট।

Related Articles