অফবিট

জলের মধ্যে বাঁচার জন্য হাত পা নাড়াচ্ছে কুমির, তাজ্জব ভিডিয়ো ভাইরাল নেটদুনিয়ায়

Crocodile moving its arms and legs to survive in the water, amazing video viral in the net world

Truth Of Bengal : এতদিন বাংলার প্রবাদ বাক্য অনুযায়ী বলা হত কুমিরের কান্না। তবে কুমির যে নাটকও দেখাতে পারে তা এই ভিডিও না দেখলে বোঝা মুশকিল। কোন সিনেমাতে নয় এমন ঘটনা ঘটেছে বাস্তবে। আর সেই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার বোর্নেয়োর বারিটো নদীতে । যা ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিতীয় দীর্ঘতম নদী। আর এই নদীতেই দেখা গেল কুমিরের ছলনা। হাত পা ছুড়ে নদীতে ডুবে যাবার ভান করছে সে।

এ ঘটনা দূর থেকে স্থানীয়রা দেখে ভেবেছিলেন হয়তো কারোর বাচ্চা ডুবে যাচ্ছে। তারপরে বোঝা গেল এটি আসলে কুমিরের এক নতুনত্ব শিকারের ফাঁদ। ইন্দোনেশিয়ার দীর্ঘতম এই নদীতে যেগুলি কুমিরের রাজত্ব।

ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা যাচ্ছে জলের উপর ভেসে রয়েছে ছোট্ট ছোট্ট হাত। যা দেখে মনে হবে কেউ যেন ডুবে যাচ্ছে। আর সেই হাত পা নাড়িয়ে বাঁচার চেষ্টা করছে। স্থানীয়রা ভেবেছিলেন হয়তো কেউ নদীতে ডুব দিয়েছে আর সাঁতার কেটে উঠতে না পেরে বাঁচার জন্য হাত পা নাড়াচ্ছেন। সে সময় অনেকেই নদীতে লাফ দিয়ে সেই হাত-পা নাড়ানো ব্যক্তিটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে দেখেন, এটা কোন মানুষ নয় এটা আসলে আস্ত এক কুমির। ভাইরাল হওয়া ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে পুরো নেট দুনিয়ায়। কুমিরের এই কান্ড দেখি সত্যিই অবাক করার মত।

Related Articles