জল ভেবে দেশি মদ পান করল গরু! তারপর যা হল
Cow drank country liquor, thinking it was water! What happened next

Truth Of Bengal: সে হোক বাঙালি কিংবা বিদেশী হাতের সামনে নেশার জিনিস পেলে বাধ মানে না কারোর মনই। এবার সেই নেশায় টলোমলো হয়ে পড়ল এক গরুও। সম্প্রতি এমনই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যেখানে দেখা গেল একটি গরু ঘরের ভিতরে ঢুকে দেশি মদ পান করছে। এরপর সেই মদে চুর হয়ে উঠে দাঁড়াতেও অক্ষম হয়ে পড়ল গরুটি। তবে এই ভিডিও ভাইরাল হতেই নেট দুনিয়ায় একপ্রকার ঝড় তুলল এই ঘটনাটি।
The cow found the door opened and drank all the traditional beer in the hut 😭😂😂 pic.twitter.com/Bzm7O5UGVi
— The Instigator (@Am_Blujay) October 17, 2024
দ্যা ইনস্টিগিটার নামে একটি এক্স হ্যান্ডেল এই ভিডিওটি পোস্ট হতে সেখানে দেখা গিয়েছে গরুটি একটি বাড়ির ভিতরে বসে রয়েছে। যেখানে সে উঠে দাঁড়াবে সেই পরিস্থিতিই নেই। ভিডিওটিতে আরও দেখা গিয়েছে, বাড়ির দরজা খোলা পেয়ে গরুটি ঘরের ভিতরে এসে দেশি সুরা পান করছে। মনে করা হচ্ছে গরুটি তৃষ্ণার্ত অবস্থায় জলের খোঁজ করতে করতে ওই বাড়িটির ভেতর ঢুকে পড়ে। কিন্তু সে অজান্তেই জল ভেবে ওই ড্রামটির থেকে সুরা পান করে ফেলে।
এর ফলে ওই গরুটি নিজেই নিজের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। পাশাপাশি সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও সে হারিয়েছিল। এছাড়াও ভিডিওটিতে দেখা যায় আকাশের দিকে চার পা তুলে গরুটি মাটিতে পড়ে রয়েছে। দেখে মনে হবে যেন ওই গরুটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। ( যদিও এই ভিডিওটি সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল)