অফবিট

আলু ভুজিয়া থেকে কন্ডোম! বছরের শেষ দিনে এই আইটেমগুলির চাহিদা তুঙ্গে

Condoms to aloo bhujia ! Demand for these items peaked on 31 december 2024

Truth Of Bengal: ২০২৪-কে বিদায় জানিয়ে ২০২৫-কে বরণ করে নিল দেশবাসী। বহু মানুষ নিজের প্রিয়জনদের, বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টি – পিকনিক করে নাচে, গানে, আড্ডায় নতুন বছরকে স্বাগত জানান। অনেকেই আবার এদিন ভিড়ভাট্টায় যেতে পছন্দ করেন না। বাড়িতেই সকলের সঙ্গে বর্ষবরণ উদযাপন করেন। আর সেলিব্রেশন মানেই খাওয়াদাওয়া হবে জমিয়ে। স্যুইগি ইনস্টামার্ট, ব্লিঙ্ক ইট সহ বিভিন্ন অ্যাপে অর্ডার হয়েছে দেদার। কোথাও চিপস, কোথাও কন্ডোম, কোথাও আবার হ্যান্ডকাফও অর্ডার দেওয়া হয়।

ব্লিঙ্ক ইট-এর কর্ণধার অলবিন্দর ধিন্দসা এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ৩১ ডিসেম্বর রাত ৮ টা পর্যন্ত প্রায় ২ লক্ষ আলু ভুজিয়ার প্যাকেট ডেলিভার হয়েছে। ৬৮৩৪ আইস কিউব বিক্রি হয়েছে। কন্ডোমের চাহিদাও ছিল তুঙ্গে। প্রায় ৩৯ শতাংশ চকোলেট ফ্লেভার, ৩১ শতাংশ স্ট্রবেরি এবং ১৯ শতাংশ বাবেলগাম ফ্লেভারের কন্ডোম ডেলিভার হয়েছে।

অন্যাদিকে স্যুইগি ইনস্টামার্টে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত ৮৫৩ চিপসের প্যাকেট অর্ডার হয়েছে। পাশাপাশি, বছরের শেষ দিনে ব্লাইন্ডফোল্ড, হ্যান্ডকাফের চাহিদাও ছিল নজরকাড়া। বরফও অর্ডার হয়েছে বিপুল পরিমাণে।

বিগ বাস্কেটে দেদার বিক্রি হয়েছে নন-অ্যালকোহলযুক্ত পানীয়। ডিসপোজেবল কাপ এবং প্লেটের অর্ডার ৩২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে সোডা এবং মকটেল উপাদান ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, কোভিড পরবর্তী সময় এই ডেলিভারি অ্যাপগুলির ব্যবহার আরও বেড়ে গেছে। আর দোকানে দাঁড়িয়ে লাইনে দাঁড়ানোর ঝক্কি পোহাতে হয় না। একটি বোতাম প্রেস করতেই বাড়িতে পৌঁছে যাবে অর্ডার। মেট্রো সিটি তো বটেই, এখন টিয়ার ২ টিয়ার ৩ শহরগুলোতেও রমরমিয়ে চলছে এই অ্যাপগুলি।

Related Articles