
The Truth Of Bengal: শুধুমাত্র নাকি জলবায়ুর পরিবর্তনের জন্য ক্ষতি হতে চলেছে এতটাই বেশি যে, একধাক্কায় ৩৮ ট্রিলিয়ান ডলারের ক্ষতি হবে। এমটাই আশঙ্কা করছেন গবেষকরা। বুধবার জার্মানির একদল গবেষক তাদের জার্নালে এই বিষটিকেই তুলে ধরেন।
জার্মানির পোডসড্যাম ইন্সটিটিউট ফর ক্লাইমেট ইম্প্যাক্টের একদল বিষয়টিকে নিয়ে আলোচনা করেছেন, এবং তাদের গণনার হিসেবে আগামী ২৫ বছরে বিশ্বের মোট অর্থনীতি থেকে এতগুলো টাকা খসবে কেবলমাত্র গাফিলতির জন্য। বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে জলবায়ুর পরিবর্তনের কারণে আগামী ২০৪৯ পর্যন্ত, এই ২৫ বছরে ৩৮ ট্রিলিয়ান ডলারের ক্ষতি হবে বলে এই আশঙ্কার কথা ‘নেচার’ পত্রিকাতে প্রকাশিত করা হয়েছে ইতিমধ্যেই।
যা দাবী করছে বিশ্বের অর্থনৈতিক সমৃদ্ধ দেশগুলি থেকে শুরু করে সবচেয়ে কম অর্থনৈতিক সমৃদ্ধ দেশগুলিতেও এর প্রভাব পরবে। যার ফলস্বরূপ এক বৃহৎ ক্ষতির সম্মুখীন হতে চলেছে বিশ্ব।