বাঙালির পরম্পরা লক্ষ্মীপুজোর নাড়ু এখন ব্যবসার ক্ষেত্রে
Bengali tradition of Lakshmi Puja Nadu is now in business

Truth Of Bengal: কোজাগরী লক্ষ্মীপুজোয় নারকেলের নাড়ু, মুড়ির মোঁয়া না থাকলে পুজো অসম্পূর্ণ। কিন্তু, আধুনিকতার ছোঁয়ায় বহু গৃহস্থ বাড়িতে এই নাড়ু, মোঁয়া তৈরির পাঠ তো কবেই উঠে গেছে। তাহলে উপায়? নিশ্চয়ই আছে।
অনেকটা ফেলো কড়ি মাখো তেল প্রবাদের মতোই এখন বাজারে মিলছে রেডিমেড নারকেলের নাড়ু, তিলের নাড়ু, মুড়ি ও চিড়ের মোঁয়া। এই রেডিমেড নাড়ু ও মোঁয়াতে কিন্তু মা-ঠাকুমার হাতের স্বাদ খুঁজবেন না। তবে, মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে তা যথেষ্ট। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনক্ষণ এগিয়ে আসতেই রেডিমেড নাড়ু ও মোঁয়া তৈরির কাজে রাতদিন ব্যাস্ত কালিয়াগঞ্জ শহরের শান্তি কলোনির পঞ্চমী সাহার পরিবার।
পঞ্জিকা মতে আগামী বুধ ও বৃহস্পতিবার ধনদেবী কোজাগরী লক্ষ্মীপুজো। পরিবারের আর্থিক সমৃদ্ধি কামনায় হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি গৃহস্থ বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজো করা হয়। ভোগ হিসেবে ফল ও মিষ্টান্নোর পাশাপাশি মা লক্ষ্মীর চরণে নারকেল ও তিলের নাড়ু এবং মুড়ি বা চিড়ের মোঁয়া নিবেদন করা হয়।
কালের নিয়মে অধিকাংশ একান্নবর্তী পরিবারে ভেঙে ছোট হয়েছে। বৃদ্ধাশ্রমের সদস্য সংখ্যা বৃদ্ধির সঙ্গেই বহু বাড়িতেই নাড়ু, মোঁয়া তৈরির পাঠ কবেই চুঁকেছে। তাই বলে কি মা লক্ষ্মী নাড়ু, মোঁয়া পাবেনা? নিশ্চয়ই পাবে। মুসকিল আসানে তাইতো কোজাগরী লক্ষ্মীপুজো আসতেই রাতদিন এক করে শান্তি কলোনির পঞ্চমী সাহা ও তার পরিবারের সদস্যদের নিয়ে নারকেল ও তিলের নাড়ু এবং মুড়ি ও চিড়ের মোঁয়া তৈরি করছেন।