অফবিট

অটোচালকের কণ্ঠে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের গান! দেখুন ভাইরাল ভিডিও

Auto driver sings British band Coldplay song! Watch viral video

Truth Of Bengal: আহমেদাবাদের এক অটোচালক এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, তিনি জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের গান গুনগুন করছেন।

এই ভিডিওটি প্রকাশ্যে আসে কোল্ডপ্লের আহমেদাবাদ কনসার্টের কয়েক দিন পর। ইনস্টাগ্রামে নবেন্দু নামের এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “আহমেদাবাদে এক অটোচালক কোল্ডপ্লের সুর উপভোগ করছেন! @coldplay তাঁকে পরবর্তী কনসার্টে আমন্ত্রণ জানানো উচিত। মঞ্চে যেন নিজের অটোর সঙ্গেই ওঠেন!”

ভিডিওতে দেখা যায়, অটোচালক শহরের রাস্তায় গাড়ি চালাতে চালাতে কোল্ডপ্লের গানের সঙ্গে গলা মেলাচ্ছেন। তাঁর অটোর ভিতরে নীল আলো জ্বলজ্বল করছে, যা পুরো পরিবেশকে আরও মোহময় করে তুলেছে।

প্রসঙ্গত, কোল্ডপ্লে তাদের “মিউজিক অব দ্য স্পিয়ার্স ওয়ার্ল্ড ট্যুর”-এর অংশ হিসেবে জানুয়ারিতে ভারতে তিনটি কনসার্ট করেছে। মুম্বাইতে দুটি শোয়ের পর, ২৫ ও ২৬ জানুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পরপর দুটি পারফরম্যান্সের মাধ্যমে ভারতের সফর শেষ করে তারা।

ভাইরাল ভিডিওটি ক্যাপশনে লেখা ছিল, “আহমেদাবাদের অটোচালক কোল্ডপ্লের গান বাজিয়ে গাইছেন! সংগীত কীভাবে ভাষা, ধর্ম ও সীমানার বাধা অতিক্রম করে, এটি তার অনন্য উদাহরণ! তিনি তো মূল কনসার্টের ওপেনিং অ্যাক্টগুলোর চেয়েও ভালো গাইছিলেন!”

এদিকে, কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনকে সম্প্রতি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় দেখা গেছে। তাঁর সঙ্গে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ডাকোটা জনসন।

Related Articles