জানেন কী কোথায় প্রথম এপ্রিল ফুলস ডে পালন করা শুরু হয়?
Do you know the first April Fool's Day?

The Truth of Bengal,Mou Basu: প্রতি বছর পয়লা এপ্রিলে এপ্রিল ফুলস ডে পালন করা হয়। মনে করা হয়, ইউরোপে প্রথম এপ্রিল ফুলস ডে পালন করা শুরু হয়। তার পর বিশ্বের অন্যান্য দেশে তা ক্রমশ ছড়িয়ে পড়ে। ঐতিহাসিকদের মতে, পোপ ত্রয়োদশ গ্রেগারি জর্জিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করার পরই এপ্রিল ফুল ডে পালন শুরু হয়। এই ক্যালেন্ডার মাফিক, ১৫৮২ সালে প্রথমবার পয়লা জানুয়ারি থেকে নতুন বছর শুরু হয়। এর আগে মার্চ শেষ হলে নববর্ষ পালন করা হত। জুলিয়ান ক্যালেন্ডার মতে, ১ এপ্রিলকে বছরের প্রথম দিন ধরা হত। জুলিয়ানের বদলে জর্জিয়ান ক্যালেন্ডারের সূচনা হলেও নতুন ক্যালেন্ডার কেউই মেনে নিতে চাননি। অনেকে ১ এপ্রিলেই নববর্ষ পালন করতে থাকেন। ফ্রান্সই প্রথম জর্জিয়ান ক্যালেন্ডারকে স্বীকৃতি দিয়েছিল। এর পর থেকেই প্রচারিত শুরু হয়, যাঁরা জর্জিয়ান ক্যালেন্ডার না মেনে ১ এপ্রিলে নববর্ষ পালন করবে, তাঁদের বোকা বলা হবে। তাঁদের মজার পাত্র করে তোলা হবে।
এভাবেই থেকেই ১ এপ্রিল এপ্রিল ফুল ডে পালনের শুরু। সম্ভবত ফ্রান্সে ১৫৬৪ সাল থেকে শুরু হয়েছিল এপ্রিল ফুল দিবস উদযাপন। তখনই কাউন্সিল অফ ট্রেন্ট জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পরিবর্তন শুরু করে। ক্যালেন্ডারের পুরোনো সংস্করণে, বছর শুরু হত ১ এপ্রিলের কাছাকাছি। তাই, যখন ক্যালেন্ডার পরিবর্তন করা হয়েছিল, অনেকে আবার মার্চের শেষ সপ্তাহ থেকে ১ এপ্রিল পর্যন্ত নতুন বছর উদযাপন করতে থাকে। পুরনো নিয়মে অভ্যস্তদের নিয়ে ঠাট্টা করতেই নাকি এই দিনটি পালন হয়েছিল প্রথম। আর এভাবেই মানুষ এপ্রিল ফুল দিবস পালন শুরু করে। অনেকে আবার এই দিনটির সঙ্গে প্রাচীন রোমের হিলারিয়া উৎসবের (ল্যাটিন ভাষায় আনন্দ) সাদৃশ্য খুঁজে পায়। প্রাচীন রোমে ওই উৎসবে মানুষ ছদ্মবেশে নানান আজব পোশাক পরে সহ নাগরিকদের নিয়ে ঠাট্টাতামাশা করে এই দিনটিকে পালন করত। প্রাচীন মিশরের পৌরাণিক কাহিনির সঙ্গেও এপ্রিল ফুলস দিবসের সম্পর্ক পাওয়া গেছে। পারস্যের উৎসব সিজদাহ বেদারের সঙ্গেও এপ্রিল ফুলস ডে-র সাদৃশ্য রয়েছে বলে অনেকে মনে করেন।
উল্লেখ্য, ইংরেজ সাহিত্যিক জিওফ্রে চসারের ‘দ্য ক্যান্টেরবারি টেলস’-এ ৩২ মার্চ বা ১ এপ্রিলের উল্লেখ রয়েছে। ‘নান্স প্রিস্টস টেল’-এ গল্পে রাজা দ্বিতীয় রিচার্ড ও বোহেমিয়ার রানি অ্যানির এনগেজমেন্টের তারিখ ৩২ মার্চ বলা রয়েছে। জনসাধারণ সেই ঘোষণাকেই সত্যি বলে মেনে নেয়। যদিও ৩২ মার্চ বলে কোনো তারিখ হয় না। তখন থেকেই ৩২ মার্চ অর্থাৎ ১ এপ্রিল, এপ্রিল ফুলস ডে হিসেবে পালন শুরু হয়। ব্রিটেনে ১৮ শতক থেকে এপ্রিল ফুলস ডে পালন করা শুরু হয়।
নিউজিল্যান্ড, ব্রিটেন, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় দুপুর পর্যন্ত এ ধরণের মজাঠাট্টা অনায়াসে চলে। দুপুরের পর যাঁরা ঠাট্টা করেন, তাঁদের এপ্রিল ফুল বলে। এছাড়া ফ্রান্স, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান, রাশিয়া, নেদারল্যান্ড, জার্মানি, ব্রাজিল, কানাডা ও আমেরিকায় সারাদিন মজা করে কাটানো হয়। ফ্রান্সে যাকে মজা ঠাট্টা তামাশার পাত্র বানানো হয় তার অজান্তে তার পিঠে কাগজের মাছ সেঁটে দেওয়া হয়। তাই ফ্রান্সে এই দিনটার নাম “পোয়াসোঁ দ্যাভ্রিল (Poisson d’avril)”। ফরাসি ভাষায় এর মানে এপ্রিল ফিশ।