ফলের রস তৈরির যন্ত্রে আস্ত একটা সাপ? ভাইরাল হওয়া ভিডিয়ো শোরগোল ফেলে দিয়েছে
A whole snake in the juice maker? The viral video has created an uproar

Truth Of Bengal : প্যাকেটজাতো তো খাবারের জিনিস নিয়ে নানা মানুষের নানা প্রশ্ন মনে ঘুরপাক করে। অনেকের মনে প্রশ্ন এই খাবার আদেও স্বাস্থ্যকর? সেই নিয়ে একাধিক মানুষের সংশয় রয়েছে। এমন অনেক মানুষ আছেন যারা প্যাকেটজাতো ফলের রস খেয়ে থাকেন। কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রাম এর ভাইরাল হওয়া একটি ভিডিও দেখার পর অনেকেই প্যাকেটজাতো ফলের রস খেতে গিয়ে ১০ বার ভাববেন।
View this post on Instagram
ভাইরাল হবার ভিডিওতে দেখা যাচ্ছে ফলের রস বানানো যন্ত্রে শুয়ে রয়েছে একটি সাপ। একজন কর্মী সেই সাপটিকে তুলেই সরিয়েও দিলেন সেখান থেকে। এরকম ভিডিও দেখে গা শিউরে ওঠার মত। যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল। এই ঘটনা কোথায় ঘটেছে তা ভিডিওতে স্পষ্ট নয়।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি কারখানায় ফলের রস বানানো হচ্ছে আর সেই ফলের রস বানানো যন্ত্রের মধ্যে রয়েছে অসংখ্য কালো আঙুর। আর সেই আঙুরের উপর শুয়ে রয়েছে একটি সাপ। কারখানার একটি কর্মী নজরে যখন সাপটি আসে তখন সে সাপটিকে সরিয়ে দেয়। তবে সাপটিও সেখান থেকে সরবেনা ঠিক করে নিয়েছে। যতবার তাকে ফলের উপর থেকে সরিয়ে আনা হচ্ছে সে লাফিয়ে লাফিয়ে ফলের উপরেই উঠে পড়ছে। ইতিমধ্যে সাপ এবং কর্মীর সেই ঠান্ডা লড়াইয়ের ভিডিও প্রকাশ্যে এসেছে। এই ভিডিও ইতিমধ্যেই প্রচুর ভাইরাল হয়েছে। ভিডিওটিতে কমেন্ট এবং লাইকের ও বন্যা বয়ে গিয়েছে। অনেকেই নিন্দা করছেন খাবারে এইভাবে সাপ ঘুরে বেড়ানোর বিষয়টিকে।