অফবিট

ওই যে দূরে দেখা যাচ্ছে এলিয়েন, অবাক করা এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

A surprising video of aliens appearing in the distance has gone viral on social media

Truth Of Bengal : মেঘের উপর ভেসে বেড়াচ্ছে এলিয়ান। দেখে যেন মনে হচ্ছে মেঘের মধ্যে হেঁটে বেড়াচ্ছে কেউ। বিমানের সিট থেকে এক যাত্রীর এমন মনে হয়েছিল বিমানের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে। তাঁর ধারণা ছিল একটি নয়, পাশাপাশি দুটি এলিয়ান দাঁড়িয়ে আছে ভাসমান মেঘের উপর। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন দু জন মানুষ দাঁড়িয়ে মেঘের মধ্যে। তবে আসলে তারা কি এলিয়ান নাকি? অবশেষে এলিয়েনের দেখা মেলায় আনন্দ উৎসাহিত হয়ে সেই ভিডিও ক্যাপচার করে নিয়েছে নিজের মুঠো ফোনে। এই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমত চমকে ওঠার মতো।

আসলে মাঝ আকাশে যখন বিমান যাচ্ছে সেই সময় বিমানের এক যাত্রী বিমানের জানালা দিয়ে বাইরের মেঘেদের ভিডিও তুলছিল। আর তখনই আচমকাই তাঁর চোখে পড়ে দুজন মানুষের মতো কারা দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছে একজন ছেলে এবং একজন মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। এই ভিডিও নিয়ে ইতিমধ্যেই প্রচুর চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আদেও কি ওই দুটি মানুষ এলিয়ান নাকি অন্য কিছু সেই নিয়ে নানা দিকে নানা জল্পনা রটছে।

ইতিমধ্যেই ভাইরাল হওয়া ভিডিও দেখেছেন ৫০ লক্ষ মানুষ। একাধিক মানুষ একাধিক কমেন্ট ও করেছেন। কিছু কিছু মানুষের মতে এটি মানুষ কোন এলিয়েন নয়। আসলে সবশেষে বোঝা গেল ওটি না কোন মানুষ না কোন এলিয়েন। আসলে মেঘের উপর এক আস্তরণ পড়ে রয়েছে আর তাতেই মনে হচ্ছে এলিয়ান দাঁড়িয়ে আছে।

 

Related Articles