অফবিট

ব্যস্ত রাস্তায় ছুটছে ছুটতে সটান লাথি বাইকে! ‘ঘোড়ার কিক’ ভাইরাল হতেই হইচই

A man is seen running on a busy road on a bike! 'Horse kick' causes a stir as it goes viral

Truth Of Bengal: রোজকার মতোই ব্যস্ত রাস্তা। প্রচুর গাড়ি। বাইকও ছুটছে জোর গতিতে। তার মাঝেই চোখে পড়ল দৌড়ে আসছে একটা ঘোড়া। ঘোড়ার পিঠে একজন সওয়ারি। ছুটতে ছুটতে হঠাৎই সটান একটা লাথি বাইকে। উল্টে পড়লেন দুই মহিলা বাইকআরোহী।

চোখের সামনে এই ঘটনা দেখে কার্যত চমকে যান প্রত্যক্ষদর্শীরা। এই ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি ‘বাংলা জাগো’।

 

View this post on Instagram

 

A post shared by Viral Ka Tadka (@viral_ka_tadka)

‘ভাইরাল কা তরকা’ নামে এক  ইন্স্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি প্রথম শেয়ার করা হয়। ভিউয়ারের সংখ্যা বাড়ছে চোখের পলকে। ভিডিওটি দেখে কেউ হেসে লুটোপুটি খাচ্ছেন, কেউ আবার রেগে আগুন। ব্যাস্ত রাস্তায় এমন ঘটনা কী করে ঘটে? ঘোড়ার লাথির জেরে গুরুতর আহত হতে পারতেন বাইক আরোহীরা।

কেউ কেউ বলছেন, এর জন্য জবাব দিতে হবে ট্রাফিক পুলিশকে। কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা? প্রশ্ন তোলেন তারা। জানা যায়, ঘোড়ার লাথি অত্যন্ত বিপজ্জনক। একটি ঘোড়ার লাথিতে প্রায় ২০০০ পাউন্ড শক্তি থাকে। হাড় পর্যন্ত ভাঙতে পারে আহতদের!

Related Articles