বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যান্টিভেনম তৈরি করতে ৮৫৬ বার সাপের কামড়!
856 snake bites to create the world's most powerful antivenom!

Truth of Bengal: টিমোথি ফ্রাইড নামক এক ব্যক্তি বেনজির ঘটনা ঘটিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র হিসাব অনুযায়ী, প্রতি বছর গোটা বিশ্বে এক লাখের বেশি মানুষের মৃত্যু হয় বিষধর সাপের কামড়ে। সবচেয়ে বেশি মানুষ আফ্রিকা, লাতিন আমেরিকা বা এশিয়ায় সাপের কামড় খেয়ে মারা যায়।
সময়মতো অ্যান্টিভেনম প্রয়োগ করলে সাপের কামড় খাওয়া রোগী চিকিৎসার মাধ্যমে বেঁচে যেতে পারে। তাই অ্যান্টিভেনম জোগাড় করা খুব জরুরি কাজ। গবেষকরা এমন এক শক্তিশালী অ্যান্টিভেনম তৈরি করেছেন যা এখনো পর্যন্ত খুবই কার্যকর বলে দাবি গবেষকদের। সাপের কামড় ও সেলফ ইমিউনাইজেশন বা ইঞ্জেকশন মারফত নির্দিষ্ট মাত্রায় নিজের শরীরে সাপের বিষ ঢুকিয়ে সাপের বিষের বিরুদ্ধে হাইপার ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছেন টিমোথি ফ্রেইড নামে ওই ব্যক্তি।
তাঁর দান করা রক্ত দিয়েই গবেষকরা তৈরি করেছেন শক্তিশালী অ্যান্টিভেনম। ১৮ বছর ধরে ৮৫৬ বার সাপের বিষ ঢুকিয়েছেন টিমোথি নিজের শরীরে। এরমধ্যে রয়েছে ১৬টি ভয়ঙ্কর বিষাক্ত সাপের বিষ যা এক মুহূর্তে একটা আস্ত ঘোড়াকে মেরে ফেলতে পারে। টিমোথি একজন সর্পপ্রেমী।
আমেরিকার ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেন্টিভ্যাক্সের কর্ণধার জেকোব গ্ল্যানভিল জানান, টিমোথির শরীর এমন অ্যান্টিবডি তৈরি করেছে যা সব সাপের বিষ প্রতিরোধ করতে পারে। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে Cell journal নামক জার্নালে।