অফবিট

১০ হাজার অনেক কম, ইন্টার্নশিপে ‘না’ পড়ুয়ার

10,000 is too low, student says 'no' to internship

Truth Of Bengal: ১০ হাজার টাকায় অনেক কম। এই স্টাপেন্ডে খুশি নন ইন্টার্ন। চান আরও বেশি। স্টার্টআপ ফাউন্ডারের পোস্ট ঘিরে সরগরম সমাজমাধ্যম।

বিনয়ক সারাওয়াগী তাঁর এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন তাঁর সঙ্গে এক পড়ুয়ার কথপোকথন। হোয়াট্সঅ্যাপ চ্যাটে পড়ুয়া লেখেন, ‘আমি ভাল কলেজ থেকে পড়াশোনা করেছি। ১০ হাজার আমার জন্য অনেকটাই কম। আশা করছি, আপনি বুঝবেন’। সারাওয়াগী উত্তরে লেখেন, ওকে কুল। ক্যাপশনে লেখা, ‘আমি ভেবেছিলাম এই মনোভাব চলে যাচ্ছে। তবে, সত্যিটা একেবারেই উল্টো’।

নেটিজেনরা যখন জানতে পারেন, ওই শিক্ষানবীশকে ১০ হাজার টাকা অফার করা হয়েছিল, তখনই আলোচনা শুরু হয়। অনেকের মতে, ‘বিনয়ক সারাওয়াগীর এমন ভাবাটা অমূলক। একজন পড়ুয়া খেটে ভাল কলেজে নিজের জায়গা করে নিয়েছে। সে কেন ১০ হাজারে কাজ করতে রাজি হবে?’

পাল্টা সারাওয়াগী বলেন, অন্যান্য সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল ইন্টার্নকে। যেমন ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার। তবে, বেশিরভাগ নেট ইউজাররাই বলছেন, এই অফার না নিয়ে ওই পড়ুয়া উচিত কাজ করেছেন। নিজেদের মূল্য বোঝাটা অত্যন্ত প্রয়োজনীয়।

Related Articles