অফবিট

৩ ফিট উচ্চতা হওয়ায় সবাই ভেবেছিল কিচ্ছু করতে পারবেন না জীবনে! সবাইকে চমকে দিয়ে IAS হন আরতি

 

রাজস্থানের আজমিরের কালেক্টর আরতি ডোগরা। তিনি একজন দক্ষ এবং জনপ্রিয় প্রশাসক। কিন্তু, তার এই সাফল্য অর্জনের পথ খুব সহজ ছিল না।

আরতির জন্ম ১৯৮৮ সালে রাজস্থানের যোধপুরে। তিনি ছোটবেলা থেকেই একজন মেধাবী ছাত্রী ছিলেন। কিন্তু, ছোটবেলা থেকেই তার উচ্চতা বাড়ছিল না। চিকিৎসকরা জানিয়েছিলেন, আরতির শারীরিক বিকাশ অন্যদের মতো হবে না। তার উচ্চতা হবে মাত্র ৩ ফুট।

আরতির এই শারীরিক অবস্থার কারণে তাকে অনেক কষ্ট পেতে হয়েছে। স্কুলে বন্ধুরা তাকে ঠাট্টা-মস্করা করত। অনেকে তাকে বাঁকা চোখে দেখত। কিন্তু, আরতি সব কষ্ট সহ্য করে নিজের লক্ষ্যে এগিয়ে গেলেন।

আরতি ছোটবেলা থেকেই একজন সরকারি কর্মকর্তা হতে চেয়েছিলেন। তাই তিনি স্কুল এবং কলেজ জীবনে ভালো রেজাল্ট করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

Related Articles