থমকে গেল উত্তরকাশীর উদ্ধারকার্য! লাগতে পারে আরও এক মাস, আশঙ্কা বিশেষজ্ঞদের

উত্তরকাশীর ঝিলখারা সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের কাজ আবারও থমকে গেল। শুক্রবার রাত থেকে খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রাখতে হয়েছে। খননযন্ত্র ভেঙে যাওয়ার কারণে বিকল্প পথ খুঁজতে শুরু করেছেন উদ্ধারকারীরা।
গত ১৩ নভেম্বর সুড়ঙ্গে ধস নেমে আটকে যান ৪১ জন শ্রমিক। এরপর থেকেই উদ্ধারকাজ চলছে। শুক্রবার পর্যন্ত ৫৭ মিটার ধসের বাধা সরানো হয়েছিল। কিন্তু শেষ ১ মিটার বাধা সরাতে গিয়ে খননযন্ত্রে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে কাজ বন্ধ করে দিতে হয়।
উদ্ধারকারীরা এখন বিকল্প পথ খুঁজছেন। একটি সম্ভাব্য পথ হল সুড়ঙ্গের উপর দিয়ে একটি নতুন টানেল তৈরি করা। এই কাজটি বেশ সময়সাপেক্ষ। আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সের মতে, এই পথে উদ্ধারকাজ সম্পন্ন হতে আরও এক মাস সময় লাগতে পারে।
অন্যদিকে, খননযন্ত্রের যান্ত্রিক ত্রুটি মেরামত করে পুনরায় উদ্ধারকাজ শুরু করার চেষ্টা চলছে। তবে এই পথের সাফল্যের সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।
উদ্ধারকাজ থমকে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন আটকে থাকা শ্রমিকদের পরিবার-পরিজন। তারা দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী উদ্ধারকাজ তদারকি করছেন। তিনি বলেছেন, শ্রমিকদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে।