ট্রাক চালক থেকে ইউটিউব তারকা, তাক লাগাবে রাজেশ রাওয়ানির কাহিনী

ইন্টারনেট বিপ্লবের অন্যতম সন্তান ইউটিউব। এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকেই তাদের প্রতিভাকে প্রকাশ করে সাফল্য অর্জন করেছেন। তার মধ্যে একজন হলেন ট্রাক চালক রাজেশ রাওয়ানি।
রাজেশ রাওয়ানি গত ২৫ বছর ধরে ট্রাক চালান। তার ইউটিউব চ্যানেল ‘আর রাজেশ ভ্লগ’। এই চ্যানেলে তিনি প্রতিদিনের জীবনের ভিডিও আপলোড করেন। তার ভিডিওগুলিতে তিনি রাস্তার পাশে ট্রাক দাঁড়িয়ে করিয়ে ট্রাকের ভিতরে বসেই রান্না করেন। সামান্য উপকরণেই কীভাবে চিকেন, মটন, ফ্রায়েড রাইসের মতো পদ সহজে রাধা যায় তা ব্যাখ্যা করেন তিনি। সেই রান্নার ক্যামেরাবন্দি দৃশ্যই তুলে ধরেন নিজের ইউটিউব চ্যানেলে। কখনও বা অন্যান্য ট্রাক চালকদের সঙ্গে খোশ মেজাজে আড্ডাও মারেন। এমন সব ভিডিওই নজর কেড়েছে সকলের।
রাজেশের ভিডিওগুলির জনপ্রিয়তার কারণ হল তার সহজ সরল ভাষা। তিনি সাধারণ মানুষের মতোই কথা বলেন। তার ভিডিওগুলিতে ট্রাক চালকদের জীবনের নানান অভিজ্ঞতা তুলে ধরা হয়। তাই সাধারণ মানুষ তার ভিডিওগুলিতে নিজেদের প্রতিফলিত দেখতে পান।
রাজেশের ইউটিউব চ্যানেলটিতে বর্তমানে ১২ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তার ভিডিওগুলিতে প্রতিদিন কয়েক লক্ষ ভিউ হয়। ইউটিউব থেকে রাজেশ প্রচুর অর্থ উপার্জন করেন।