অফবিট

ক্লাস টেনে ফেল করায় সবাই বলেছিল পড়াশোনা ছেড়ে দিতে, সবার মুখে ঝামা ঘষে আজ IAS অঞ্জু শর্মা

 

অঞ্জু শর্মা একজন অসাধারণ নারী। তিনি দশম শ্রেণিতে ব্যর্থ হয়েও অদম্য জেদ আর পরিশ্রমের মাধ্যমে মাত্র ২২ বছর বয়সে আইএএস অফিসার হয়েছেন। বর্তমানে তিনি গুজরাত সরকারের উচ্চ এবং কারিগরি শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে কর্মরত।

অঞ্জু শর্মা ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। কিন্তু দশম শ্রেণির মিড টার্ম পরীক্ষায় রসায়নে ফেল করেন। এই ব্যর্থতায় অনেকেই তাকে পড়াশোনা ছেড়ে দিতে বলেছিল। কিন্তু অঞ্জু শর্মা ভেঙে পড়েননি। বরং আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যান।

দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় তিনি রসায়নে স্টার পেয়ে পাশ করেন। এরপর তিনি রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন।

কলেজে পড়াকালীন তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। তিনি জানতেন যে এই পরীক্ষাটি খুবই কঠিন। কিন্তু তিনি মনোবল হারাননি। কঠোর পরিশ্রম করে তিনি প্রথমবারেই ইউপিএসসি পরীক্ষায় সফল হন।

Related Articles