অফবিট
উচ্চমাধ্যমিক ফেল থেকে আইপিএস, IPS মনোজ শর্মার বায়োপিক এবার অস্কারে!

গোয়ালিয়রের সাধারণ পরিবারের সন্তান মনোজ কুমার শর্মা। পড়াশোনায় ভালো না হলেও তিনি কখনই হাল ছাড়েননি। উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল করার পর তিনি অটো চালানো, লাইব্রেরিয়ান পিয়ন, কুকুর দেখাশোনাসহ নানা কাজ করে নিজের জীবন চালিয়ে যান। পাশাপাশি তিনি UPSC পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যান।
কঠোর পরিশ্রমের ফলেই তিনি অবশেষে IPS অফিসার হতে সক্ষম হন। বর্তমানে তিনি মহারাষ্ট্রে কর্মরত।
মনোজ শর্মার গল্প অনুপ্রেরণামূলক। তিনি দেখালেন যে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় দিয়ে যেকোনো কিছু অর্জন করা সম্ভব।
মনোজ শর্মার গল্প সম্প্রতি বলিউডের 12th Fail ছবিতে তুলে ধরা হয়েছে। ছবিটির পরিচালনা করেছেন বিধু বিনোদ চোপড়া এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিক্রান্ত মাসে। ছবিটি বর্তমানে দর্শকদের মাঝে যথেষ্ট সমাদৃত হচ্ছে।