অফবিট

আইপিএস মনোজ শর্মার মতো ইনিও ফেল করেছিলেন ক্লাস টুয়েলভে, তারপর কিভাবে আইপিএস হলেন উমেশ?

 

ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটি হল ইউপিএসসি পরীক্ষা। প্রতিবছর লাখ লাখ ছেলেমেয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু উত্তীর্ণ হওয়ার সুযোগ পায় মাত্র কয়েকজন। এমন পরিস্থিতিতে অতিদরিদ্র পরিবার থেকে আসা পরীক্ষার্থীদের জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আরও কঠিন হয়ে পড়ে।

কিন্তু এই প্রতিকূলতা অতিক্রম করে একজন দরিদ্র পরিবারের সন্তান হয়েও ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস অফিসার হয়েছেন খন্ড বহালে উমেশ গণপত। তার এই সাফল্য দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের সন্তানদের জন্য অনুপ্রেরণা।

উমেশ গণপতের জন্ম হয় মহারাষ্ট্রের মাহিরাভনি গ্রামে। তার বাবা ছিলেন একজন কৃষক এবং মা ছিলেন একজন গৃহবধূ। উমেশের পরিবার ছিল খুবই দরিদ্র। তাদের কোনো জমি ছিল না। তারা কষ্ট করে দিনযাপন করতেন।

উমেশ ছিলেন একজন মেধাবী ছাত্র। কিন্তু দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ইংরেজিতে ২১ পেয়ে তিনি উত্তীর্ণ হতে পারেননি। এই ব্যর্থতায় তিনি হতাশ হয়ে পড়েন। তিনি মনে করতেন, তার পড়াশোনা শেষ হয়ে গেছে।

Related Articles