লাইফস্টাইল

গাজনের সঙ্গে জড়িয়ে আছে কোন পৌরাণিক কাহিনি?

There is no mythology associated with Gajan

Truth Of Bengal: মৌ বসুঃ চৈত্র মাসের শেষবেলায় গ্রাম বাংলা মেতে ওঠে গাজন উৎসবে। গ্রাম বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় উৎসব হল গাজন। প্রধানত শিব, মনসা এবং ধর্মঠাকুরকে কেন্দ্র করে এই উৎসব পালন করা হয়। বৈশাখ-জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসে ধর্মের গাজন উৎসব পালিত হয়। তবে চৈত্র মাসে যে গাজন উৎসব পালিত হয়, তার মূল অংশ হল শিবের উৎসব। চৈত্র মাসের শেষ সপ্তাহ ধরে বেশ কিছু মানুষ সন্ন্যাস গ্রহণ করে এই গাজন উৎসব পালন করে। শিবগোত্র ধারণ করে আপন গোত্র বিসর্জন দিয়ে চলে সন্ন্যাসব্রত পালন।

গাজন উৎসবের মাধ্যমে ডোম, হাড়ি, চামার, কাহারদের মতো অন্ত্যজ শ্রেণির মানুষরা সমাজের উচ্চ বংশজাতদের সম্ভ্রম পান।গাজনের উৎসবে সমাজের উচ্চ বংশজাতরা অন্ত্যজ শ্রেণির লোকদের কেন প্রণাম করেন তা নিয়ে পৌরাণিক কাহিনি জড়িয়ে আছে। কথিত আছে, অন্ত্যজ শ্রেণির রাজা বাণাসুরের মেয়ে ঊষার প্রেমে পড়েন শ্রীকৃষ্ণর নাতি অনিরুদ্ধ। তা হাতেনাতে ধরে ফেলে অনিরুদ্ধকে হত্যা করতে এগিয়ে যান।

শ্রীকৃষ্ণ তা দেখতে পেয়ে সুদর্শন চক্রের আঘাতে বাণাসুরের দেহ টুকরো টুকরো করে ফেলেন। বাণাসুর মৃত্যুর আগে শ্রীকৃষ্ণকে জানান ঊষা শ্রীকৃষ্ণর বংশধরদের মা হবে। তাই সারা বছরের মধ্যে অন্তত একটা দিন যাতে অন্ত্যজ শ্রেণির মানুষ উচ্চ বংশজাতদের পূজ্য হন সেই বর দিন। শ্রীকৃষ্ণ এই বর মঞ্জুর করেন। আবার গাজন উৎসবের মধ্যে দিয়ে শৈবরা বৈষ্ণবদের কাছে শ্রদ্ধা পান। গাজন উৎসবে আসলে সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম, শাক্ত ও শৈবরা একাকার হয়ে যায়।

Related Articles