
The Truth of Bengal Mou Basu: চা করার পর আমরা সাধারণত ফেলেই দিই টি-ব্যাগ। কিন্তু ছোট্ট এই জিনিসটি মোটেই নয় ফেলনা। নানান রকম ভাবে কাজে আসে টি-ব্যাগ। রূপচর্চায় দারুণ কার্যকরী ছোট্ট টি-ব্যাগ। মলিন শুষ্ক ত্বকে আর্দ্র ভাব ফিরিয়ে আনে টি ব্যাগ। চা করার পর ঠান্ডা করে স্প্রে বা স্কুইজ বোতলে ভরুন। সরাসরি বা তুলোর প্যাডে করে চেপে চেপে ত্বকের ওপর লাগান। সব চা-ই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু সবচেয়ে ভালো গ্রিন টি।
শুষ্ক ত্বক আর্দ্র করতে সবচেয়ে কার্যকরী গ্রিন টি। সূর্যের আলোয় পোড়া ত্বকের সানবার্ন কমায় টি ব্যাগ। ত্বকে আরাম নিয়ে আসে।
চোখের তলায় ডার্ক সার্কেল আর ফোলাভাব কমাতে ব্যবহার করুন ব্যবহার করা টি ব্যাগ। ব্যবহার করা টি ব্যাগ ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করুন। এরপর সেই ঠান্ডা টি ব্যাগ চোখ বন্ধ করে পাতার ওপর চেপে ধরে রাখুন কিছুক্ষণ। ভালো লাগবে। চা পাতায় থাকা ক্যাফিন চোখের চারপাশে থাকা রক্তনালিকে সজীব করবে। আরো বেশি ফ্রেশ লাগবে। ৫ মিনিট চোখের পাতায় রাখলে ধীরে ধীরে ফোলাভাব কমবে।
চুলের চকচকে ভাব ফিরিয়ে আনে টি ব্যাগ। কয়েকটি ব্যবহৃত জলে ফুটিয়ে চা করে ঠান্ডা করুন। এবার স্নানের আগে তা দিয়ে চুল সম্পূর্ণ ভাবে ভিজিয়ে নিন। ১০ মিনিট এভাবেই রাখুন। এরপর চুল শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে নিন।
স্নান করার জলে দু’-একটা টি ব্যাগ ফেলে দিন। চা পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে নরম করবে, আর্দ্র ভাব ফিরিয়ে আনবে। যদি জেসমিন বা শ্যামোমাইলের মতো সুগন্ধি চা ব্যবহার করেন তবে চায়ের সুগন্ধে মন রিল্যাক্স করবে।
আসুন দেখে নিই আর কী কী ভাবে পুনরায় ব্যবহার করা যায় টি-ব্যাগ?
★পুরনো কার্পেটের থেকে বোঁটকা গন্ধ দূর করতে পুরনো ব্যবহৃত টি ব্যাগ শুকিয়ে নিন। টি ব্যাগের মধ্যে থেকে শুকনো চা পাতার সঙ্গে মিশিয়ে নিন এক চিমটে বেকিং সোডা গুঁড়ো। কার্পেটের যে জায়গা থেকে বোঁটকা গন্ধ বেরোচ্ছে সেখানে বুলিয়ে দিন বেকিং সোডা মেশানো চা পাতার মিশ্রণ। মিনিট ২০ রেখে দিয়ে জায়গাটার ওপর ভ্যাকুয়াম ক্লিনার চালিয়ে দিন। চা পাতা আর বেকিং সোডা ময়লা, ধুলোবালি ও বোঁটকা গন্ধ শুষে নেবে কার্পেট থেকে। নতুন লুক ও ফিল পাবে আপনার পুরনো কার্পেট।
★ বাসনপত্রে অনেক সময় তেল চিটচিটে দাগ লেগে যায়। কিছুতেই পরিষ্কার করা যায় না। বাসনের মধ্যে গরম জল ঢালুন। এরমধ্যে একটা টি ব্যাগ ফেলে দিন। সারারাত ভিজিয়ে রেখে দিন। চা পাতার ট্যানিন তেল চিটচিটে দাগকে লুজ করে দেবে। সকালে খুব সহজেই তেল চিটচিটে বাসন পরিষ্কার করা সম্ভব হবে।
★ কাঠের ফ্লোর বা আসবাবপত্রের চকচক ভাব ফিরিয়ে আনতে কয়েকটি ব্যবহৃত টি ব্যাগ গরম জলে ফেলে দিন। চা তৈরি হলে কাপড়ে ভিজিয়ে তা দিয়ে বারবার ঘষে মুছুন কাঠের আসবাবপত্র বা ফ্লোর। নিমেষে চকচক করবে।
★ড্রয়ার, আলমারি, ফ্রিজ বা জুতোর বোঁটকা, দুর্গন্ধ দূর করে টি ব্যাগ। শুকনো ব্যবহৃত টি ব্যাগ রেখে দিলে তা সমস্ত দুর্গন্ধ দূর করবে।
★পোকামাকড় কামড়ালে লাল হয়ে যায় ত্বক। কামড়ানোর জায়গায় ঠান্ডা হওয়া টি ব্যাগ লাগালে ফোলাভাব ও চুলকানি কমে।
★ব্যবহৃত চা পাতা ও টি ব্যাগ খুব ভালো সারের কাজ করে। তাই আবর্জনায় না ফেলে দিয়ে সার হিসাবে চা পাতা ব্যবহার করুন আর গাছে দিন।
★হোম ফেশিয়ালের ক্ষেত্রে টি ব্যাগ খুবই কার্যকরী। গরম জলে ব্যবহার করা টি ব্যাগ ফেলে দিয়ে ফোটান। গরম জলের বাষ্প নিন ৫-১০ মিনিট। ম্যাজিকের মতো কাজ করবে। ত্বকের সব পোরস খুলে গিয়ে চা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে টোন করতে ও আর্দ্র ভাব ফিরিয়ে আনতে সাহায্য করবে।
★প্রতিদিন এক রকম ভাত না খেয়ে টি ব্যাগ ব্যবহার করে নতুন ফ্লেভার যোগ করুন। হাঁড়িতে চাল ফোটার সময় ব্যবহার করা টি ব্যাগ ফেলে দিন। নতুন স্বাদ হবে চিরাচরিত ভাতের। এক্ষেত্রে আদা, লেবু বা গ্রিন টি ব্যবহার করতে পারেন।
★ফেস স্ক্রাব হিসাবে ব্যবহার করুন টি ব্যাগ। চা পাতা এমনিতেই ত্বকের পোর খুলে দিয়ে স্বাস্থ্যকর ভাব ফিরিয়ে আনে। ব্যবহৃত টি ব্যাগ থেকে চা পাতা বের করে তাতে এক চামচ মধু মিশিয়ে সার্কুলার মোশন বা গোল গোল করে ত্বকে ঘষুন। ৫ মিনিট রেখে উষ্ণ গরম জলে ধুয়ে নিন।
★ময়লা ফেলার বালতি থেকে আবর্জনার দুর্গন্ধ করতে ফেলে দিন ব্যবহৃত টি ব্যাগ। সব দুর্গন্ধ দূর হয়ে যাবে।
★দামি দামি এয়ার ফ্রেশনার না কিনে কয়েক মিনিটের মধ্যে টি ব্যাগ দিয়ে বানিয়ে ফেলুন নিজের পছন্দসই সুগন্ধি এয়ার ফ্রেশনার। ব্যবহৃত টি ব্যাগের মধ্যে পছন্দের এসেন্সিয়াল অয়েল ২-৩ ফোঁটা দিয়ে টাঙিয়ে রাখুন। সুন্দর গন্ধে ম ম করবে চারিদিক।
★দাঁতের ব্যথায় অনেক সময় মাড়ি ফুলে যায়। ৫ মিনিটের জন্য ভেজা টি ব্যাগ মাড়ির ওপর রেখে মুখের মধ্যে কিছুক্ষণ ঘষুন। সমস্যা দূর হবে।
★ গাছে পোকামাকড়ের উপদ্রব ঠেকাতে স্প্রে বোতলে ভরে ঠান্ডা চা মাটি ও গাছে স্প্রে করুন। প্রাকৃতিক উপায় দূর হবে পোকামাকড়ের উপদ্রব।
★বাড়িতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে পারে টি ব্যাগ। ইঁদুর পেপারমিন্ট বা চায়ের গন্ধ সহ্য করতে পারে না। তাই পেপারমিন্ট ফ্লেভারের চা প্রাকৃতিক ভাবে ইঁদুর তাড়ানোর কাজ করে। কয়েকটি ব্যবহৃত পেপারমিন্ট ফ্লেভারের চা পাতার টি ব্যাগ গরম জলে ফোটান। এরমধ্যে বাসন পরিষ্কার করার তরল সাবান কয়েক ফোঁটা ফেলে দিন। মিশ্রণটা স্প্রে বোতলে ভরে চারিদিকে স্প্রে করুন অনাহূত অতিথি ইঁদুরকূলের উপদ্রব দূর হবে।
Free Access